হাসপাতালে হামলা

গাজার শরণার্থীদের আশ্রয় দেবে স্কটল্যান্ড

গাজায় ইসরায়েলি হামলা
গাজায় ইসরায়েলি বিমান হামলায় আহত শিশুর চিকিৎসার জন্য ছুটছেন এক বাবা। ছবি: এএফপি

আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় ৫০০ মানুষ নিহত হওয়ার ঘটনায় অবরুদ্ধ গাজা উপত্যকার শরণার্থীদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার পাকিস্তান বংশোদ্ভূত হামজা ইউসুফ।

আজ বুধবার তুরস্কের সরকারি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজার হাসপাতালে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ।

তিনি বলেন, 'মানুষ যদি হাসপাতালে নিরাপদ না থাকে তা হলে যাবে কোথায়? দ্ব্যর্থহীনভাবে জোরালো ভাষায় এই হামলার নিন্দা করতে হবে।'

তিনি আরও বলেন, 'অতীতে স্কটল্যান্ড ও যুক্তরাজ্য শরণার্থীদের আন্তরিকভাবে গ্রহণ করেছে। সিরিয়া, ইউক্রেন ও আরও অন্যান্য দেশ থেকে যারা এসেছেন আমরা তাদের স্বাগত জানিয়েছি।… আমরা অবশ্যই আবারও তা করবো।'

'গাজার ১০ লাখের বেশি মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে' উল্লেখ করে হামজা ইউসুফ বলেন, 'আমি বিশ্বব্যাপী গাজাবাসীদের জন্য শরণার্থী কর্মসূচি শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করছি।'

'এই ভয়ঙ্কর হামলায় যারা পড়েছেন স্কটল্যান্ড তাদের নিরাপদ আশ্রয় দিতে ইচ্ছুক। এমন পরিস্থিতি মোকাবিলায় স্কটল্যান্ড ভূমিকা রাখতে চায়। আমাদের হাসপাতালগুলো গাজার আহত শিশু-নারী-পুরুষদের চিকিৎসা দেবে,' যোগ করেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার।

Comments

The Daily Star  | English
india cancels transhipment facility for Bangladesh

India cancels transhipment facility for Bangladesh’s export cargo  

This move could impact the shipment of Bangladesh’s readymade garments through Indian airports

4h ago