নেদারল্যান্ডসে পার্টিতে ট্রাকচাপায় নিহত ৬

দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আছেন কয়েকজন। ছবি: এএফপি

নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলীয় নিউ বেইজারল্যান্ড শহরে এক পার্টিতে ট্রাকচাপায় ৬ জন নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে আজ রোববার জানিয়েছে দেশটির পুলিশ।

এ ঘটনায় আহত আরও ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।

তবে এই দুর্ঘটনার কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্পেনের ৪৬ বছর বয়সী ট্রাকচালককে আটক করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Sabalenka beats Anisimova to win second straight US Open title

The Belarusian has not missed a hardcourt major final since 2022 and her latest trophy brings her Grand Slam haul to four, as she became the first woman to win back-to-back US Opens since Serena Williams claimed three straight from 2012 to 2014

1h ago