বিস্ফোরণে কেঁপে উঠলো ভারতের অমৃতসর ও জম্মু

ছবি: রয়টার্স

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর ও পার্শ্ববর্তী পাঞ্জাব রাজ্যে শিখদের পবিত্র শহর অমৃতসরের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, প্রায় তিন দশকের মধ্যে পাকিস্তানের সঙ্গে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ে শুক্রবার গভীর রাতে তারা ড্রোন ভূপাতিত করছে।

এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশগুলোর মধ্যে তিন দিন ধরে চলা সংঘাতে প্রথম অমৃতসরে বিস্ফোরণের শব্দ শোনা গেল।

একাধিক কর্মকর্তা ও রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুর আকাশে লাল শিখা ও 'প্রজেক্টাইল' দেখা গেছে।

বৃহস্পতিবার জম্মু বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের পর পুরো এলাকা বিদ্যুৎহীন।

'ড্রোন দেখা গেছে...সেগুলোকে প্রতিহত করা হচ্ছে,' বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় সামরিক কর্মকর্তা।

অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের কাশ্মীরের শ্রীনগর শহরের বিমানবন্দরের কাছে ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং অমীমাংসিত এই অঞ্চলে আরও ১২টি স্থানে বিস্ফোরণ ঘটেছে।

এ ব্যাপারে পাকিস্তান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার রাতে একই এলাকায় হামলার অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছে।

Comments

The Daily Star  | English
Bangladesh national election 2026 date

National polls likely between Feb 8-14: Anwarul

Schedule to be announced between Dec 8-14

1h ago