২০২২ সালে বিশ্বে খাদ্যপণ্যের রেকর্ড মূল্য বৃদ্ধি

খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি,
রাশিয়ার রোস্তভ অঞ্চলে একটি খেত থেকে গম সংগ্রহ করা হচ্ছে। ছবি: রয়টার্স

গত বছর বেশিরভাগ খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। কারণ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সরবরাহ ব্যবস্থায় ঘাটতি ও উদ্বেগ দেখা দিয়েছিল। ফলে, জাতিসংঘের খাদ্য সংস্থার গড় মূল্য সূচক রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী খাদ্যপণ্যের আন্তর্জাতিক মূল্য সূচক রেকর্ড করা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) শুক্রবার জানিয়েছে- ২০২২ সালে খাদ্য মূল্য সূচক গড়ে ১৪৩.৭ পয়েন্ট হয়েছে, যা ২০২১ সালের তুলনায় ১৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তারা বলছে, ১৯৯০ সাল থেকে খাদ্য মূল্য রেকর্ড শুরুর পর এটি সর্বোচ্চ।

এর আগে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে খাদ্যপণ্যের দাম ২৮ শতাংশ বেড়েছিল।

রয়টার্স বলছে, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর কৃষ্ণ সাগরে বাণিজ্যে বিঘ্ন ঘটার আশঙ্কায় খাদ্যপণ্যের দাম বেড়ে যায়।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নভেম্বরে সংশোধিত ১৩৫.০০ পয়েন্টের তুলনায় ডিসেম্বরে বেঞ্চমার্ক সূচকটি টানা নবম মাসে ১৩২.৪ পয়েন্টে নেমে আসে। আগে নভেম্বরের পরিসংখ্যান ১৩৫.৭ পয়েন্ট হিসাব দেওয়া হয়েছিল।

এফএও বলছে, ডিসেম্বরে সূচকের পতনের কারণ ভোজ্যতেলের আন্তর্জাতিক মূল্য হ্রাসের সঙ্গে কিছু খাদ্যশস্য ও মাংসের দাম কমে যাওয়া। তবে, চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছিল।

তবুও ২০২২ সালের পুরো সময় জুড়ে এফএও'র ৫টি খাদ্য উপ-সূচকের মধ্যে ৪টি যথাক্রমে- সিরিয়াল, মাংস, দুগ্ধজাত পণ্য ও ভোজ্যতেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। তখন পঞ্চম পণ্য চিনির দাম ১০ বছরের সর্বোচ্চ পর্যায়ে ছিল।

এফএও'র সিরিয়াল প্রাইস ইনডেক্স সূচক ২০২২ সালে ১৭.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসেবে তারা জানিয়েছে- সরবরাহ ঘাটতি, উৎপাদন ও ইনপুট খরচ, প্রতিকূল আবহাওয়া এবং ক্রমাগত চাহিদা বৃদ্ধি।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

36m ago