এক নজরে এবারের অস্কার মনোনয়ন

oscars
ফাইল ছবি। সংগৃহীত

আগামী ২৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া ৯১তম অ্যাকাডেমি পুরস্কারে প্রধান বিভাগগুলোতে মনোনয়ন পাওয়া ছবি ও ব্যক্তিদের তালিকা নিচে তুলে ধরা হলো।

সেরা ছবি: এই বিভাগে রয়েছে ‘ব্ল্যাক পেনথার’, ‘ব্ল্যাককেক্লান্সম্যান’, ‘বোহিমিয়ান রাপসোডি’, ‘দ্য ফেভারিট’, ‘গ্রিন বুক’, ‘রোমা’, ‘অ্যা স্টার ইজ বর্ন’ এবং ‘ভাইস’।

সেরা পরিচালক: এই বিভাগে রয়েছেন ‘ব্ল্যাককেক্লান্সম্যান’-এর পরিচালক স্টাইক লি, ‘কোল্ড ওয়ার’-এর পাওয়েল পাওলিকভস্কি, ‘দ্য ফেভারিট’-এর ইয়োরগোস ল্যানথিমোস, ‘রোমা’ আলফোনসো কুয়ারোন এবং ‘ভাইস’-এর অ্যাডাম ম্যাককে।

সেরা অভিনেতা: এই বিভাগে রয়েছেন ‘ভাইস’-এর অভিনেতা ক্রিশ্চিয়ান ব্যালে, ‘অ্যা স্টার ইজ বর্ন’-এর ব্র্যাডলি কুপার, ‘অ্যাট ইটার্নিটি’স গেট’-এর উইলেম দাফো, ‘বোহিমিয়ান রাপসোডি’-এর রামি মালেক এবং ‘গ্রিন বুক’-এর ভিগো মর্টেনসেন।

সেরা অভিনেত্রী: এই বিভাগে রয়েছেন ‘রোমা’-র অভিনেত্রী ইয়ালিৎজা আপারিসিও, ‘দ্য ওয়াইফ’-এর গ্লেন ক্লোজ, ‘দ্য ফেভারিট’-এর অলিভিয়া কোলম্যান, ‘অ্যা স্টার ইজ বর্ন’-এর ল্যাডি গাগা এবং ‘ক্যান ইউ ইভার ফরগিভ মি?’-এর মেলিসা ম্যাকক্যার্থি।

সেরা বিদেশি ভাষার ছবি: ‘ক্যাপারনাউম’ (লেবানন), ‘কোল্ড ওয়ার’ (পোল্যান্ড), ‘নেভার লুক অ্যাওয়ে’ (জার্মানি), ‘রোমা’ (মেক্সিকো) এবং ‘শপলিফটারস’ (জাপান)।

উল্লেখ্য, ১০টি করে মনোনয়ন পেয়ে ‘রোমা’ এবং ‘দ্য ফেভারিট’ তালিকার শীর্ষে রয়েছে। এরপর, আটটি করে মনোনয়ন পেয়ে ‘অ্যা স্টার ইজ বর্ন’ এবং ‘ভাইস’ রয়েছে দ্বিতীয় অবস্থানে।

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s deadly order

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

2h ago