ডা. সাবরিনা আরও ২ দিনের রিমান্ডে

dr sabrina
জাল কোভিড-১৯ প্রতিবেদন দেওয়ার অভিযোগে ১২ জুলাই জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: মুনতাকিম সাদ

করোনার নমুনা পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়ার মামলায় গ্রেপ্তার জোবেদা খাতুন সর্বজনীন স্বাস্থ্যসেবার (জেকেজি হেলথকেয়ার) চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে আরও দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান এ আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. লিয়াকত আলী ডা. সাবরিনার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন। ১২ জুলাই ঢাকা মহানগর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে টাকার বিনিময়ে নমুনা সংগ্রহ ও ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগে তেজগাঁও বিভাগের পুলিশ ডা. সাবরিনা আরিফ চৌধুরীর স্বামী আরিফুল হক চৌধুরীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বাকি চার জন হলেন— হুমায়ুন কবীর, তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, সাইদ চৌধুরী ও আলমান। এর মধ্যে হুমায়ুন ও তানজীনা একসময় জেকেজিতে কাজ করতেন, বাকি দুজন জেকেজিতে কর্মরত।

Comments

The Daily Star  | English

ISPR discloses identities of Bangladeshi peacekeepers killed in Sudan

Six peacekeepers were killed in a drone attack on a United Nations peacekeeping base in Sudan yesterday

1h ago