সাবরিনার একাধিক এনআইডি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

Dr. Sabrina Arif-1.jpg
ডা. সাবরিনা আরিফ চৌধুরী। ছবি: সংগৃহীত

নকল কোভিড-১৯ সার্টিফিকেট তৈরির মামলায় অভিযুক্ত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ড. সাবরিনা আরিফ চৌধুরীর নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘দুটি এনআইডি তৈরির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে সাবরিনা ও তার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল চৌধুরীর অবৈধ সম্পদ অনুসন্ধান করছে।

তদন্ত চলাকালীন দুদক জানতে পেরেছে যে সাবরিনার দুটি এনআইডি। এরপর, কোনো সরকারি কর্মকর্তা দুটি এনআইডি রাখতে পারেন কিনা তা জানাতে গত ১৯ আগস্ট দুদকের উপপরিচালক সেলিনা আক্তার মনি একটি চিঠিতে ইসিকে অনুরোধ করেন।

ইসি সচিব জানান, যে তারা দুদকের চিঠিটি পেয়েছে।

তিনি বলেন, ‘ইসির এনআইডি শাখা বিষয়টি দেখছে। আমরা আজকের মধ্যে তাদের কাছে এর উত্তর চেয়েছি।’

‘যদি দুটি এনআইডির বিষয়টি সত্য হয় এবং ইসি কর্মকর্তাদের কেউ যদি এর সঙ্গে জড়িত থাকে, আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব,’ যোগ করেন তিনি।

সূত্র জানায়, সাবরিনা আলাদা ঠিকানা ব্যবহার করে দুটি এনআইডি সংগ্রহ করেন এবং দুটোই ব্যবহার করেন। দুটি এনআইডিতে তিনি আলাদা আলাদা তথ্য ব্যবহার করেছেন। একটি এনআইডিতে তিনি তার জন্ম তারিখ ডিসেম্বর ২, ১৯৭৮ এবং অপরটিতে ডিসেম্বর ২, ১৯৮৩ ব্যবহার করেন।

দুটি এনআইডিতে সাবরিনা আলাদা আলাদা স্বামীর নাম উল্লেখ করেন বলেও সূত্র জানায়।

Comments

The Daily Star  | English

Victory Day: Nation honours Liberation War martyrs

The government has taken extensive programmes to celebrate the day

1h ago