ঢাকাকে বসবাসের অযোগ্য বলা হচ্ছে কেন?

পৃথিবীতে বাসযোগ্য বিভিন্ন শহর নিয়ে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে। তাদের এবারের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১৪০টি শহরের মধ্যে ঢাকা নিচ থেকে চতুর্থ স্থানে আছে।

ঢাকা শহরে বানানো হচ্ছে সারি সারি কংক্রিটের কাঠামো, পরিবেশের কথা চিন্তা না করে চলছে সবুজ নিধন, খাল ভরাট এবং দখল চলছে প্রতিদিন। এই শহরের বাতাসে ধুলো, নদীতে-রাস্তায়-নর্দমায় আবর্জনার পুরু আস্তরণ। শারীরিক-সামাজিক-মানসিক বিকাশে প্রয়োজনীয় সুব্যবস্থার চরম সংকট। সুস্থভাবে জীবনধারণের জন্য ঢাকা আসলে কি কিছু দিচ্ছে?

আজ স্টার কানেক্টসে ঢাকা শহরের বাসযোগ্যতা নিয়ে দ্য ডেইলি স্টারের সাংবাদিক পিনাকী রায় কথা বলেছেন স্থপতি রফিক আযমের সঙ্গে।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

21h ago