নিজেকে ‘সুপারম্যান’ হিসেবে প্রকাশ করলেন টম ক্রুজ!

‘মিশন: ইম্পসিবল- ফলআউট’-এর ট্রেলার

‘মিশন: ইম্পসিবল’ সিরিজের যে কোনও কিস্তির তুলনায় নতুন কিস্তিতে যেন একটু বেশি ঝুঁকি নিয়েছিলেন জগতখ্যাত অ্যাকশন অভিনেতা টম ক্রুজ। গত ১৫ মে প্রকাশিত ‘ফলআউট’-এর ট্রেলারে এমনটিই দেখা গেল।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের মতে, এমআইয়ের এই সর্বশেষ বা ষষ্ঠ কিস্তিতে আরও বেশি পরিণত দেখা গিয়েছে ‘দ্য লাস্ট সামুরাই’-এর অভিনেতাকে। তিনি নিজেকে যেন ‘সুপারম্যান’ হিসেবে তুলে ধরেছেন ‘ফলআউট’-এ। বিপদজনক দৃশ্যগুলোকে তিনি নিয়ে এসেছেন শিল্পের পর্যায়ে।

পরিচালক ক্রিস্টোফার ম্যাকুয়ারির ‘এমআই: সিক্স’ বা ‘ফলআউট’-এ অনেক অনেক বিপদজনক দৃশ্য ধারণ করতে হয়েছে। সাধারণত, ঝুঁকিপূর্ণ দৃশ্যের জন্যেই খ্যতি রয়েছে ‘মিশন ইম্পসিবল’ সিরিজের। আর, অভিনেতা টম ক্রুজের খ্যাতি রয়েছে এমনসব বিপদজনক দৃশ্যে অভিনয়ের জন্যে।

‘ফলআউট’-এ রয়েছে অনেক উঁচু দালান থেকে এমনকি, হেলিকপ্টার থেকেও লাফ দেওয়ার দৃশ্য। গত বছরের শেষের দিকে এমন ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহতও হয়েছিলেন টম ক্রুজ। সেজন্যে শুটিংও বন্ধ ছিলো কয়েকদিন।

নতুন কিস্তিটিতে ইথান হান্ট নামের এক এজেন্টের চরিত্রে টমকে দেখা যায় পরমাণু যুদ্ধের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে।

ছবিটি আগামী ২৭ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:

এমআই সিক্স-এর সেটে আহত টম ক্রুজ

Comments

The Daily Star  | English

Atif Aslam, December, and erasure of historical consciousness

Culture reveals what a society chooses to remember, and what it finds acceptable to forget

35m ago