২০১৬ ইউরোর কথা মনে করিয়ে দিলেন রোনালদো

ronaldo
অনুশীলনে রোনালদো। ছবি : রয়টার্স

জার্মানি, ব্রাজিল, ফ্রান্স, স্পেনের মতো ফেভারিটের তকমা নিয়ে রাশিয়ায় যাচ্ছে না পর্তুগাল। কিন্তু তাতে কি? বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতেই পারে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। কারণ বছর দুই আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যে ফেভারিট না হয়েও শিরোপায় চুমু খেয়েছিলো তারা। তাই বিশ্বকাপে নিজেদের সম্ভাবনার কথা জানতে চাইলে ২০১৬ ইউরোর কথাই মনে করিয়ে দিলেন রোনালদো।

ফ্রান্সে দুই বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়ের কথা ভাবতেও পারেনি পর্তুগিজরা। কিন্তু শেষ পর্যন্ত জয় পেয়েছিলো তারাই। তাই বিশ্বকাপে এবারও এমন কিছু হতে পারে বলেই মনে করেন রোনালদো, ‘আমি আপনাদের বলতে পারি আমরা তখনও (ইউরো ২০১৬) একই রকম ছিলাম। এবং শেষ পর্যন্ত আশাটা ধরে রেখেছিলাম কারণ ফুটবলে সব কিছুই সম্ভব। আমরা জানি আমরা ফেভারিট নই। আমাদের বাস্তববাদী হতে হবে। কিন্তু ফুটবলে কোন কিছুই অসম্ভব নয়।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অবশ্য অঘটন প্রায়শই ঘটে থাকে। এর আগে গ্রিস, ডেনমার্কও চ্যাম্পিয়ন হয়েছে। তবে বিশ্বকাপের আসরে এমন উদাহরণ নেই। তারপরও নিজেদের স্বপ্নটা অনেক বড় বলেই জানালেন রোনালদো, ‘একটা বিষয়ে নিশ্চয়তা দিতে পারি আমাদের এবং টেকনিক্যাল টিমের সবার উচ্চাকাঙ্ক্ষাটা অনেক বড়। আমাদের ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে হবে। গ্রুপের প্রথম ম্যাচটি অনেক কঠিন। আমি মনে আমাদের দলে খেলোয়াড়দের অনেক বড় চিন্তা করতে হবে। এবং আমি আত্মবিশ্বাসী আমরা সবাই আমাদের সেরাটাই দিবো।’

বিশ্বকাপে এবার ‘বি’ গ্রুপে খেলবে পর্তুগাল। এ গ্রুপে তাদের মূল প্রতিপক্ষ স্পেন। ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে স্প্যানিশদের বিপক্ষে মাঠে নামবে দলটি। এ গ্রুপের বাকি দু’টি দল ইরান ও মরক্কো। ২০ জুন মরক্কো এবং ২৬ জুন ইরানের বিপক্ষে মাঠে নামবে তারা। দ্বিতীয় রাউন্ডে উঠলে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ উরুগুয়ে। আর কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স। আর সেমিফাইনালে ব্রাজিল কিংবা বেলজিয়ামকে পেতে পারে দলটি। ফাইনালের সম্ভাব্য দল হতে পারে জার্মানি, স্পেন কিংবা আর্জেন্টিনা।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

19h ago