‘ভিন ডিজেলের সঙ্গেই থাকছেন দীপিকা পাড়ুকোন’

Deepika Padukone
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’-এর পরিচালক ডিজে কারুসো আবারো নিশ্চিত করে বলেছেন, ছবিটির পরবর্তী বা চতুর্থ কিস্তিতে হলিউড অভিনেতা ভিন ডিজেলের সঙ্গেই থাকছেন বলিউডের দীপিকা পাড়ুকোন।

এর আগে এক ঘোষণায় বলা হয়েছিলো চীনা ব্যান্ড ‘দ্য ফাইটিং বয়েস’-এর শিল্পী রয় ওয়াং ‘ট্রিপল এক্স’-এর নতুন কিস্তিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন।

সম্প্রতি, এক টুইটার বার্তায় পরিচালক কারুসো চীনের সেই তরুণ সংগীতশিল্পীকে তাদের হলিউড ‘পরিবারে’ স্বাগত জানান। সেসময় এক ভক্ত জানতে চান নুতন কিস্তিতে দীপিকার অর্ন্তভূক্তির কথা।

উত্তরে কারুসো বলেন, “হ্যাঁ”। শুধু এবারই নয়, এর আগেও তাকে ভক্তদের কাছে নিশ্চিত করতে হয়েছিলো ‘ট্রিপল এক্স-৪’-এ দীপিকার অভিনয়ের সম্ভাবনার কথা।

প্রি-প্রডাকশন পর্যায়ে থাকা এই ছবিটির শুটিং আগামী জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে। তবে এখনও দীপিকার শুটিং সিডিউল চূড়ান্ত করা হয়নি।

দীপিকার শুটিং সিডিউল বিষয়ে এক প্রশ্নের জবাবে পরিচালক বলেন, “এসব নিয়ে কাজ চলছে। তবে এখন মূল ব্যস্ততা রয়েছে চিত্রনাট্য নিয়ে।”

এছাড়াও, ‘পদ্মাবত’-খ্যাত অভিনেত্রী বর্তমানে ব্যস্ত রয়েছেন অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে তার বিয়ের প্রস্তুতি নিয়ে। আগামী ২০ নভেম্বর তাদের বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়েছে।

এর আগে পরিচালক কারুসো বলেছিলেন ‘ট্রিপল এক্স-৪’-এ একটি বলিউডি নাচের দৃশ্য থাকতে পারে। যদি তাই হয় তাহলে সেই নাচে দীপিকা নেতৃত্ব দিতে পারেন এমনটি ধারণা করা যায়। কিন্তু, পরিচালক সেই কথাটি রসিকতা করে বলেছিলেন কী না তা নিশ্চিত করা হয়নি।

তবে, ‘ট্রিপল এক্স’-এর চতুর্থ কিস্তিতে দীপিকার অংশগ্রহণের বিষয়ে পরিচালকের নতুন আশ্বাস খুশি করেছে ‘চেন্নাই এক্সপ্রেস’-অভিনেত্রীর ভক্তদের।

তথ্যসূত্র: বলিউডলাইফডটম

Comments