‘বুড়ো বয়সেও একটা-দুটি ভালো ক্যাচ ধরতে পারি’

Mashrafee Mortaza
শোয়েব মালিককে আউট করার পর মাশরাফির উদযাপন। ছবি: এএফপি

এই এশিয়া কাপের স্কোরকার্ডগুলো দেখলেই যেকেউ বলবে পাকিস্তান দলের ব্যাটিংয়ের আত্মা শোয়েব মালিক। বাংলাদেশের বিপক্ষে রান তাড়াতেও বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন তিনিই। অবিশ্বাস্য এক ক্যাচে তাকে থামিয়ে মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। মাঠ ছেড়ে বেরুনোর আগে উইকেটের পেছনে সরফরাজ আহমেদের দারুণ ক্যাচ নেন মুশফিকুর রহিমও। ম্যাচ শেষে দুজনেই দিয়েছেন প্রতিক্রিয়া।

২১তম ওভারে রুবেলের বলটা ফ্লিক করেছিলেন শোয়েব। শর্ট মিড উইকেটে দাঁড়ানো মাশরাফি বাজপাখির মতো ছুঁ মেরে জমিয়েছেন ওই ক্যাচ, আসলেও ম্যাচও। ক্যাচ নেওয়ার পরে মাশরাফির উপদযাপনের ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

এক হাতে বল উঁচিয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিলেন। সেই ছবিতে ফেসবুক, টুইটার সয়লাব। যেকোনো ম্যাচ জিততে হলে ফিল্ডিংয়ে লাগে আগুন। সেই আগুনই কাল দেখা গেছে বাংলাদেশের শরীরী ভাষায়। ম্যাচ শেষে মাশরাফি নিজেও আলাদা প্রশংসা করেছেন ফিল্ডিংয়ের, ‘আমাদের আজকের ফিল্ডিং নিয়ে আমরা গর্ব করতেই পারি। অনেক দিন পর এই মানের ফিল্ডিং করলাম। সবাই ভাল ফিল্ডিংয়ের মর্মটা বুঝতে পারবে।’

শোয়েব মালিক ক্রিজে টিকে গেলে বদলে যেতে পারত পরিস্থিতি,  ৩৫ বছরের শরীর নিয়ে শূন্যে উড়াল দেওয়ার আগে মাশরাফিরও মনে ছিল তা, ‘আমি সৌভাগ্যবান যে, ক্যাচটা ছাড়িনি। শোয়েব মালিক দারুণ ছন্দে ছিল, সে জীবন পেলে ম্যাচটা টেনে নিয়ে যেত। সব মিলিয়ে আজকে আমাদের ফিল্ডিং খুব ভালো ছিল।’

ম্যাচ সেরা মুশফিকুর রহিমের কাছে মনে হচ্ছে সবচেয়ে দামি উইকেট ওটাই, ‘এটা অনেক বড় উইকেট ছিল। শোয়েব ওদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ধারাবাহিক ক্রিকেটার। অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ উইকেট ছিল যে তাকে বড় ইনিংস খেলতে দেইনি।’

ক্রাম্প করায় ফিল্ডিংয়ের ১৬ ওভারেই মাঠ ছেড়ে বেরিয়ে যান মুশফিক। কিন্তু তার আগেই নিয়েছেন দারুণ এক ক্যাচ। চতুর্থ ওভারে পাক অধিনায়ক সরফরাজকে কাটারে পরাস্ত করেছিলেন মোস্তাফিজ, ডান দিকে ক্ষিপ্র গতিতে লাগিয়ে তা হাতে জমান মুশফিক। ম্যাচ শেষে এসব ক্যাচ নেওয়ার তৃপ্তির কথা জানিয়েছেন একটু মজা করেই,  ‘আমরা আল্লাহর রহমতে বুড়ো বয়সেও একটা-দুটি ভালো ক্যাচ ধরার তৌফিক আল্লাহ দিয়েছে। সেদিক থেকে খুবই খুশি। মাশরাফি ভাইও খুশি, আমিও খুশি।’

 

Comments

The Daily Star  | English

Air ambulance carrying Hadi departs Dhaka for Singapore

Critically injured Dhaka-8 aspirant set for Singapore treatment after emergency government decision

1h ago