‘অবশ্যই আমরা পারব’

Mushfiqur Rahim

এই নিয়ে গত চার এশিয়া কাপের মধ্যে তৃতীয়বার ফাইনালে উঠল বাংলাদেশ। ফাইনালে উঠার নজির আছে আরও একাধিক টুর্নামেন্টেও। তবে কোনবারই শিরোপা জেতা হয়নি। কাছে গিয়েও ফিরতে হয়েছে হতাশার যন্ত্রণা নিয়ে। এবার আর ভুল নয়, অবশ্যই জিততে পারবেন বলে আত্মবিশ্বাসী মুশফিকুর রহিম।

বুধবার আবুধাবিতে পাকিস্তানকে ৩৭ রানে হারায় বাংলাদেশ। দলের জয়ে ৯৯ রান করে মূল হিরো মুশফিক। বাংলাদেশের অনেক জয়ের সারথি এই ব্যাটসম্যানেরও নজির আছে শেষটা গড়বড় করে ফেলার। ফাইনালের উঠার বাধা বাংলাদেশ পেরিয়েছে বহুবার। ফাইনাল জেতার বাধা পেরোয়নি একবারও।

তামিম ইকবাল নেই, সাকিব আল হাসান নেই তবু মুশফিকের আছে ভরপুর আত্মবিশ্বাস, ‘অবশ্যই আমরা পারব। আত্মবিশ্বাসের কমতি নেই। আমরা এখনও নিজেদের সেরাটা খেলতে পারিনি। এখনও তিন বিভাগ একসঙ্গে জ্বলে ওঠেনি। টপ অর্ডার ভালো করছে না। এগুলো সব যদি ভারতের বিপক্ষে জ্বলে ওঠে, তাহলে না পারার কারণ নেই।’

টুর্নামেন্টে ভারতই একমাত্র দল যারা কোন ম্যাচ হারেনি। পাকিস্তানকে দুবার হেসেখেলে হারানোর পর বাংলাদেশকেও সুপার ফোরের প্রথম দেখায় উড়িয়ে দিয়েছে। বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার ম্যাচে আফগানদের বিপক্ষে তাদের ম্যাচ হয়েছে টাই। তবু মুশফিক আশা দেখছেন ওদের ভুল আর নিজেদের সেরা দিনের দিকে, ‘ভারত অবশ্যই অসাধারণ ক্রিকেট খেলছে। কিন্তু ওরাও মানুষ, ওরা ভুল করবে। যদি আগে ব্যাট করি এবং বড় স্কোর গড়তে পারি, শুরুতে ওদের চাপে রাখতে পারলে কিংবা রান তাড়া করলে ভালো শুরু পেলে না পারার কারণ নেই। ভারতের বিপক্ষে আমরা সেটিই করতে চাই।’

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

23h ago