মাশরাফিই সেরা, বললেন সেই রমিজ রাজা

বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা অক্ষুণ্ণ রেখেছে ভারত। পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ খেলেছেন দলের অধিনায়ক রোহিত শর্মা। ফাইনালের সেরাও তিনি। কিন্তু ব্যাপারটা যখন নেতৃত্ব নিয়ে, তখন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে এগিয়ে রাখলেন পাকিস্তানের সাবেক ওপেনার রমিজ রাজা।

এর আগে অনেক বারই টাইগারদের নিয়ে নেতিবাচক কথা বলেছিলেন রমিজ। নিয়ে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মধ্যে বেশ ক্ষোভও বিরাজমান। সেই রমিজের মুখেই মাশরাফি বন্দনা। বাংলাদেশ অধিনায়কের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

মূলত দলের সেরা তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়া মাশরাফির এমন লড়াই অবাক করেছেন রমিজকে। সঙ্গে যোগ করেছেন এশিয়া কাপের অনেক ইস্যুও। ম্যাচ পরবর্তী সময় পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে বাংলাদেশ দলের পার্থক্য বর্ণনা করতে গিয়েই মাশরাফি বন্দনায় মেতে ওঠেন রমিজ, ‘এ ম্যাচে ব্যক্তিগত সাফল্য আছে অনেক। অনেক খেলোয়াড়ই উজ্জ্বল ছিলেন। যেমন শিখর ধাওয়ান, রোহিত শর্মা, মোস্তাফিজুর রহমান। কিন্তু আমার দৃষ্টিতে এশিয়া কাপের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।’

মাশরাফিকে কেন সেরা বলেছেন তার ব্যাখ্যাও দেন রমিজ, ‘এটা বলার কারণ, মাশরাফির কাছে সাকিব আল হাসান ছিলেন না, তামিম ইকবাল ছিলেন না। ছিল অর্ধেক শক্তির দল, টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ উদ্বোধনী জুটি ছিলো মাত্র ১৬ রানের। এরপরেও তিনি এই দলকে নিয়ে এগিয়ে এসেছেন, এই দলকে সামনে টেনেছেন এবং ভারতের সাথে সমানে সমান লড়াই করে দেখিয়েছেন।’

এশিয়া কাপের এবারের আসরে সবকটি ম্যাচ ভারত খেলেছে দুবাইয়ে। অপরদিকে প্রায় প্রতি ম্যাচেই আবুধাবি-দুবাই যাত্রা করতে হয়েছে টাইগারদের। ইনজুরি তো ছিলই। সবমিলিয়ে তাই রমিজের সেরা বাংলাদেশই। ‘অনেক ঘোরাঘুরি করতে হয়েছে। কখনো দুবাই, কখনো আবুধাবি। কখনো প্রচন্ড গরমে, কখনো আবার সন্ধ্যায়। এশিয়া কাপের কোনো তুলনা হয় না। দুইটা সেরা দলই ফাইনাল খেলেছে। তবে ভারতকে হারানো কঠিন ছিলো। হয়তো কঠিন কাজ সম্ভব হয়নি, কিন্তু কি অসাধারণ ম্যাচ ছিলো। বাংলাদেশ দল মাত্র ২২২ রান করেও ভারতীয় দলকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল। একদম শেষ বল পর্যন্ত লড়াই হয়েছে। এভাবেই চ্যাম্পিয়ন দল খেলে, এভাবেই চ্যাম্পিয়ন হতে হয়। আর এভাবেই নতুন দল উঠে আসে, নিজেদের জাত চেনায়।’

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

23h ago