বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাদ্দ কমেছে ২২ শতাংশ

জাতীয় বাজেট: বিজ্ঞান ও প্রযুক্তি
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ হাজার ৬০৭ কোটি টাকা।

এই বরাদ্দ ২০২২-২৩ অর্থবছরের চেয়ে ৩ হাজার ৭ কোটি টাকা বা ২২ শতাংশ কম।

চলতি অর্থবছরে এই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রয়েছে ১৬ হাজার ৬১৪ কোটি টাকা। যা পরবর্তীতে সংশোধিত বাজেটের পর দাঁড়ায় ১২ হাজার ৮২১ কোটি টাকায়।

Comments

The Daily Star  | English

'If it weren't Friday, more than 100 people could have died'

Kasaituli residents describe the railing collapse that claimed 3 lives in today’s earthquake

39m ago