প্রিমিয়ার লিগে নিয়মিত খেলার সুযোগ পেয়ে আলো ছড়ালেন রিশাদ

Rishad Hossain
রিশাদ হোসেন। ছবি: ফিরোজ আহমেদ

এবার ঢাকা প্রিমিয়ার লিগে শুরুতে আবাহনী লিমিটেডের স্কোয়াডে ছিলেন রিশাদ হোসেন। ম্যাচ খেলার সুযোগ করে দিতে আবাহনী তাকে ছেড়ে দেয় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কাছে। ক্লাবটির হয়ে নেমে আলো ছড়াচ্ছেন এই লেগ স্পিনার। বৃহস্পতিবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নিয়েছেন পাঁচ উইকেট।

রিশাদ জাতীয় দলে খেলা লেগ স্পিনার হলেও ঘরোয়া ক্রিকেটে তিনি ম্যাচ পান না সেভাবে। স্থানীয় কোচরা লেগ স্পিনারদের খেলাতে চান না। গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডে থেকেও রিশাদ ম্যাচ খেলত পেরেছেন কেবল চারটি।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে বিস্ফোরক ব্যাটিংয়ে নায়ক হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে তাকে নিয়মিত খেলানোর আকুতি জানান জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর আগে বিপিএলে রিশাদকে নিয়মিত না খেলানোয় হতাশা প্রকাশ করেছিলেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

নানামুখী চাহিদার মধ্যে প্রিমিয়ার লিগে এসে ম্যাচ পান রিশাদ। গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির হয়ে প্রথম ম্যাচে ২৭ রানে নেন ৩ উইকেট। দ্বিতীয় ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শাইনপুকুর স্পিনার ২২ রানে পান ১ উইকেট।

এবার করলেন সেরা বোলিং। বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্সের ইনিংস ২২২ রানে আটকে দিতে ৪৯ রানে রিশাদ পান ৫ উইকেট। সাদা বলের ক্রিকেটে এটি রিশাদের প্রথম পাঁচ উইকেট। ব্যাট হাতেও এদিন মেলে ধরার সুযোগ ছিলো রিশাদের। তবে তিনে নেমে ৩১ বলে ৯ করে আউট হন এই ডানহাতি। 

Comments

The Daily Star  | English
charges against Sheikh Hasina at ICT

ICT case against Hasina: Verdict date could be set tomorrow

State-appointed defence counsel for the absconding accused concluded arguments today

53m ago