বিশ্বকাপ ব্যর্থতার পর পদত্যাগ করলেন শ্রীলঙ্কার কোচ

Chris Silverwood
ক্রিস সিলভারউড। ছবি: ফিরোজ আহমেদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে শ্রীলঙ্কা। দলের এই ব্যর্থ অভিযানের পর পদত্যাগ করেছেন প্রধান কোচ ক্রিস সিলভারউড। যদিও পদত্যাগপত্র তিনি ব্যক্তিগত কারণই দেখিয়েছেন।

ক্রিকেট শ্রীলঙ্কা এক বিবৃতিতে জানিয়েছে, সিলভারউডের বিদায়ের খবর। পদত্যাগ পত্র ইংলিশ এই কোচ লিখেছেন, 'আন্তর্জাতিক কোচ হওয়ায় প্রিয়জনের কাছ থেকে লম্বা সময় দূরে থাকতে হয়। পরিবারের সঙ্গে লম্বা আলোচনার পর ভালো মনে দেশে ফিরে যাওয়ার এবং তাদেরকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

'আমি সমস্ত খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ ও ক্রিকেট শ্রীলঙ্কার কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। তাদের সমর্থন ছাড়া ভালো কাজ করতে পারতাম না।'

এবার বিশ্বকাপে 'ডি' গ্রুপে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নেয় শ্রীলঙ্কা। এর আগে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও হতাশায় শেষ হয় তাদের। নিশ্চিত করতে পারেনি আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাও।

সিলভারউডের অধীনে অবশ্য কিছু সাফল্য আছে শ্রীলঙ্কার। ২০২২ সালে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ তার কোচিংয়ে জেতে শ্রীলঙ্কা। ২০২৩ ওয়ানডে এশিয়া কাপের ফাইনালও খেলে দলটি।

Comments

The Daily Star  | English

Reform push or an ideological trade-off?

NCP's alignment with Jamaat took shape during the talks at the National Consensus Commission

9h ago