চ্যাম্পিয়ন্স ট্রফি

অস্ট্রেলিয়া দিল অতিরিক্ত ৩৭ রান, তাদের ওপরে আর যারা

ছবি: এএফপি

আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ে লাইন ও লেংথ নিয়ে ভুগল অস্ট্রেলিয়া। ১৭টি ওয়াইডসহ অতিরিক্ত হিসেবে দলটির বোলাররা দিল মোট ৩৭ রান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ম্যাচে এটি তাদের সর্বোচ্চ অতিরিক্ত রান দেওয়ার নজির।

শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাট করতে নামা আফগানরা পুরো ওভার খেলে অলআউট হয়েছে ২৭৩ রানে। দলটির ইনিংসের তৃতীয় সর্বোচ্চ ৩৭ রান এসেছে অতিরিক্ত খাত থেকে।

ওয়াইড থেকে ১৭ রান পাওয়া আফগানদের লেগ বাই হিসেবে মেলে ১৫ রান। এছাড়া, বাই থেকে আসে আরও ৫ রান। সর্বোচ্চ ছয়টি ওয়াইড দেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার দেওয়া আগের সর্বোচ্চ অতিরিক্ত রান ছিল ৩৬। ২০০৯ সালের আসরের ওই ম্যাচে জোহানেসবার্গে তাদের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।

টুর্নামেন্টে অতিরিক্ত হিসেবে সবচেয়ে বেশি রান দেওয়ার তালিকায় অজিরা এখন আছে তিনে। ২০০৪ সালের আসরে সাউদাম্পটনে কেনিয়ার বিপক্ষে ভারত দিয়েছিল ৪২ রান। এটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো দলের সবচেয়ে বেশি অতিরিক্ত রান দেওয়ার বিব্রতকর কীর্তি। এর আগে ২০০২ সালের আসরে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডস অতিরিক্ত হিসেবে দিয়েছিল ৩৮ রান।

নিজেদের ওয়ানডে ইতিহাসে অস্ট্রেলিয়া অতিরিক্ত হিসেবে দিয়েছে সর্বোচ্চ ৪০ রান। ২০০৩ সালের ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। সেদিন ওয়াইড থেকে ২০, লেগ বাই থেকে ১২ ও নো থেকে লঙ্কানদের মিলেছিল ৮ রান।

এদিন আফগানিস্তান লড়াইয়ের পুঁজি পেয়েছে দুজনের ফিফটিতে। ৯৫ বলে সর্বোচ্চ ৮৫ রান করেন তিনে নামা সেদিকউল্লাহ অটল। তার বিদায়ের পর দলকে টানেন আজমতউল্লাহ ওমরজাই। তিনি ছয়ে নেমে করেন ৬৩ বলে ৬৭ রান।

Comments

The Daily Star  | English
Iran state TV live broadcast resumes after Israeli attack

Iran state TV resumes live broadcast after Israeli attack

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago