নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের যত রেকর্ড

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ব্যাটিং-স্বর্গে রানবন্যা আগেও হয়েছে। তবে গতকাল বুধবার নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির যে দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়িয়েছে, সেটি ব্যাটিংয়ের কয়েকটি রেকর্ডের বেলায় ছাড়িয়ে গেছে বাকিসব ম্যাচকে।

৩- চ্যাম্পিয়ন্স ট্রফির কোন ম্যাচে সবচেয়ে বেশি সেঞ্চুরি দেখা গেছে দ্বিতীয় সেমিফাইনালে। এর আগে এক ম্যাচে দুই সেঞ্চুরি অনেকবার হলেও তিনটি সেঞ্চুরি এবারই প্রথম। প্রথম ইনিংসে রাচিন রবীন্দ্র (১০৮ রান) ও কেন উইলিয়ামসনের (১০২ রান) পর দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন ডেভিড মিলার (অপরাজিত ১০০ রান)।

৩৮- ৩৬২ রানের স্কোর গড়ার পথে ৩৮টি চার মেরেছে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দলের এক ম্যাচে সর্বোচ্চ চার মারার রেকর্ড এটি। কিছুদিন আগেই গড়া অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙেছে কিউইরা। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে অজিরা মেরেছিলেন ৩৬টি চার।

৬৭৪- প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৬২ রান করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেট হারিয়ে এনেছে ৩১২ রান। দুই দলের স্কোর মিলিয়ে রান হয় ৬৭৪। চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউটের কোন ম্যাচ এর চেয়ে বেশি রান দেখেনি আগে। এমনকি ছয়শর বেশি রান হয়েছে প্রথমবার। এর আগে নকআউটের কোন ম্যাচে সর্বোচ্চ রান এসেছিল ৫৭০। ১৯৯৮ সালের আসরে অস্ট্রেলিয়া ও ভারতের ম্যাচে যা হয়েছিল।

নকআউটের সীমানা তুলে দিলে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে আসা ৬৭৪ রানের চেয়ে বেশি হয়েছে আর মাত্র একবার। সেটি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার চলতি আসরে 'বি' গ্রুপের ম্যাচে। লাহোরে দুই দল মিলে করেছিল ৭০৭ রান।

৩৬২- চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলীয় সর্ব্বোচ্চ স্কোর রেকর্ড ভেঙে গিয়েছে আবার। আইসিসির এই ইভেন্টে চলতি আসরে প্রথমবার ৩৫০ রানের বড় স্কোর এসেছিল ইংল্যান্ডের হাত ধরে। লাহোরে গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫১ রান করেছিলেন ইংলিশরা। ওই ম্যাচেই অজিরা ৩৫৬ রান করে তাদের কাছ থেকে সর্বোচ্চ স্কোরের রেকর্ড ছিনিয়ে নেয়। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৬২ রান করে অজিদের ছাড়িয়ে গেল প্রতিবেশী কিউইরা।

৬৭- ৫০ রানের হারে হৃদয়ভঙ্গ হয়েছে প্রোটিয়াদের। এদিনই চ্যাম্পিয়ন্স ট্রফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ডেভিড মিলার। এর আগে যৌথভাবে রেকর্ডটি ছিল বীরেন্দর শেওয়াগ ও জশ ইংলিসের দখলে। ভারতের শেওয়াগের ৭৭ বলে শতক এসেছিল ২০০২ সালে। আর সমান বলে অস্ট্রেলিয়ার ইংলিস সেঞ্চুরির উল্লাস করেছেন ইংল্যান্ডের বিপক্ষে এবারের আসরে।

৭- বুধবার নিউজিল্যান্ডের স্পিনাররা নিয়েছেন ৭ উইকেট। ওয়ানডে ক্রিকেটে কোন ম্যাচে কখনো এর চেয়ে বেশি উইকেট নিতে পারেনি কিউইরা। সমান ৭টি উইকেট যদিও আরেকবার নিতে সক্ষম হয়েছিলেন দেশটির ঘূর্ণিবাজরা। সেটি ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে।

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের সব স্পিনারের নাম উঠেছে উইকেটের খাতায়। সবচেয়ে বেশি ৩টি উইকেট পেয়েছেন দলটির অধিনায়ক মিচেল স্যান্টনার। ২টি উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপস। একটি করে উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।

Comments

The Daily Star  | English

ACC to get power to probe corruption by Bangladeshis anywhere, foreigners in Bangladesh

The Anti-Corruption Commission (ACC) is set to receive sweeping new powers under a proposed ordinance that will allow it to investigate corruption by Bangladeshi citizens, both at home and abroad, as well as by foreign nationals residing in the country. .The draft Anti-Corruption Commissio

23m ago