হঠাৎ মাঠেই অসুস্থ তামিম, হার্টে ধরা পড়েছে ব্লক

Tamim Iqbal

বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের তারকা তামিম ইকবাল। দেশের সাবেক এই অধিনায়কের শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারিত জরুরি সভা স্থগিত করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবীদ ইমাম সোমবার দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, 'তামিমের অসুস্থতার খবর পেয়ে আমরা এখন সেদিকে যাচ্ছি। এজন্য সভা স্থগিত করা হয়েছে।'

বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'তামিমের হার্ট অ্যাটাক হয়েছে বলে আমরা ধারণা করছি। এজন্য আজ সভা হচ্ছে না।'

বিসিবির ম্যাচ রেফারি দেবব্রত পাল ঘটনাস্থল থেকে জানিয়েছেন, তামিমের হার্টে দুটি ব্লক (একটির পুরোপুরি ও আরেকটির কিছু অংশ) ধরা পড়েছে বলে চিকিৎসকদের কাছ থেকে তারা জেনেছেন। এজন্য জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, তামিমের হার্টে একটি রিং পরানো হয়েছে। তাকে সিসিইউতে (হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়েছে। তার অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

মোহামেডান ক্লাব সূত্রে জানা গেছে, শাইনপুকুরের বিপক্ষে খেলা শুরুর ঠিক আগে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তামিম। শুরুতে হেলিকপ্টারে করে ঢাকায় আনার চিন্তা করা হলেও পরে চিকিৎসকরা ভ্রমণ ঝুঁকিপূর্ণ বিবেচনায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার মতো বলে জানা গেছে।

এদিন দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেশ কিছু জরুরি বিষয় নিয়ে সভায় বসার কথা ছিলো বিসিবির পরিচালনা পর্ষদের। কিন্তু তামিমের গুরুতর অসুস্থতার খবর পেয়ে তা স্থগিত করা হয়েছে। সভা স্থগিত হলেও ঢাকা প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচই চলমান আছে।

Comments

The Daily Star  | English

BNP holds meeting with Yunus

Four BNP leaders, led by Khandaker Mosharraf Hossain, reached Yunus' official residence at 7:33pm

1h ago