এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল

ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সময়ের উত্তেজনাকর অবস্থার কারণে সকালেই এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয় ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। এবার নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি ও সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হলো পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএলও।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, 'পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে যে এইচবিএল পিএসএল এক্স-এর বাকি আটটি ম্যাচ স্থগিত করা হয়েছে।'

এই সিদ্ধান্ত এসেছে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারতীয় আগ্রাসনের ভয়াবহ বৃদ্ধির প্রেক্ষিতে। পিসিবির ভাষ্যমতে, ভারতের ৭৮টি ড্রোন অনুপ্রবেশ এবং ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র হামলা ছিল এক নির্মম ও বেপরোয়া আগ্রাসন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, 'ভারতের এই বেপরোয়া আগ্রাসন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে জাতির মনোযোগ ও আবেগ আমাদের সাহসী সশস্ত্র বাহিনীর দিকে কেন্দ্রীভূত হওয়াই যুক্তিসংগত, যারা মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় দৃপ্তচিত্তে লড়াই করে যাচ্ছেন।'

পিসিবি তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, 'এমন সংকটময় মুহূর্তে, যদিও ক্রিকেট আনন্দ ও ঐক্যের প্রতীক, তবুও এর উপযুক্ত বিরতি গ্রহণ করা প্রয়োজন।'

শহিদ পরিবার ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করেছে পিসিবি এবং ধন্যবাদ জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়, স্পনসর, সম্প্রচারকারী এবং কোটি ভক্তদের—যারা পুরো টুর্নামেন্ট জুড়ে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন।

এছাড়া, বিদেশি খেলোয়াড়সহ অংশগ্রহণকারীদের মানসিক চাপ এবং তাঁদের পরিবারের উদ্বেগের বিষয়টিকেও সম্মানের সঙ্গে গ্রহণ করেছে পিসিবি।

এই সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় গত ৭ মে থেকে। পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ভারত সীমান্ত হামলায় অন্তত ৩১ বেসামরিক নাগরিক নিহত হয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামায়, যার মধ্যে তিনটি ছিল রাফাল।

সংবাদে তারা আরও জানিয়েছে, ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ এখনও অব্যাহত রয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী ইতোমধ্যে প্রায় ৮০টি ড্রোন গুলি করে নামিয়েছে বলে দাবি করেছে তারা।

Comments

The Daily Star  | English

‘We will stay at Shahbagh throughout the night’

Inqilab Moncho demands justice for Hadi; protesters say they’d continue the blockade

12h ago