বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে যেসব নতুন নিয়ম

Bangladesh vs sri lanka

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাদা বলের ক্রিকেটের (ওয়ানডে এবং টি-টোয়েন্টি) জন্য আসছে মাস থেকেই নতুন কিছু নিয়ম চালু করতে যাচ্ছে। যার প্রথম প্রয়োগ হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার আসন্ন সিরিজে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ওয়ানডে ক্রিকেটে দুটি নতুন বল ব্যবহারের নিয়মে বদল। এছাড়াও পাওয়ারপ্লে এবং ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) নিয়মে কিছু আপডেট আসছে।

৩৪ ওভার পর্যন্ত দুই বল 

এতদিন ওয়ানডেতে পুরো ৫০ ওভার ফিল্ডিং দল দুই প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহারের সুযোগ পেত। নতুন নিয়ম অনুযায়ী, ওয়ানডে ইনিংসের প্রথম ৩৪ ওভার পর্যন্ত দুটি নতুন বল ব্যবহার করা হবে (প্রতিটি প্রান্ত থেকে একটি করে)। ৩৪ ওভার শেষ হওয়ার পর ফিল্ডিং দল দুটি বলের মধ্যে একটি বেছে নেবে এবং সেই বলটিই ইনিংসের বাকি ১৬ ওভার (৩৫ থেকে ৫০ ওভার) ব্যবহার করতে হবে। এই বলটিই পরবর্তী ইনিংসের ৩৫ থেকে ৫০ ওভারেও ব্যবহৃত হবে।

তবে, যদি কোনো কারণে বল পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে রিজার্ভ থাকা বল ব্যবহার করা যাবে। আবার যদি কোনো ম্যাচ শুরুর আগে ২৫ ওভার বা তার কম ওভারে নেমে আসে, সেক্ষেত্রে প্রতি ইনিংসে একটি নতুন বল ব্যবহার করা যাবে। অব্যবহৃত নতুন বলগুলি থাকবে ব্যাকআপ হিসেবে।

আগামী ২ জুলাই কলম্বোতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ওয়ানডে বল ব্যবহারের নতুন নিয়ম এই সিরিজ থেকেই কার্যকর হবে। 

নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দলকেই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। ওয়ানডে ক্রিকেটে ইনিংসের পরের দিকে দুই প্রান্তে একটি বল ব্যবহারের নিয়ম পেস বোলার এবং স্পিনার সুবিধা এনে দিতে পারে। যেখানে বল পুরনো হওয়ার কারণে গ্রিপ এবং সুইং পাওয়া যেতে পারে। কন্ডিশন অনুযায়ীও এর প্রভাব থাকার সম্ভাবনা আছে।

পাওয়ারপ্লে 

টি-টোয়েন্টি ক্রিকেটের পাওয়ারপ্লে নিয়মেও পরিবর্তন আসছে। এখন থেকে ওভারের হিসেবে পাওয়ারপ্লে গণনা না করে বলের হিসেবে গণনা করা হবে।

ডিআরএস

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ডিআরএসের 'উইকেট জোন'-এর পরিধি বাড়ানো হয়েছে। আগে কোনো এলবিডব্লিউ রিভিউ করার সময়, উইকেটের যে অংশটিকে 'ইমপ্যাক্ট জোন' এবং 'উইকেট হিটিং জোন' হিসেবে বিবেচনা করা হতো, এখন তার পরিধি কিছুটা বেড়েছে। এর ফলে এখন ফিল্ডিংয়ে রিভিউ নেওয়া দলগুলোর জন্য লেগ বিফোর উইকেটের সিদ্ধান্ত নিজেদের পক্ষে নিয়ে আসা কিছুটা সহজ।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ডিআরএসের এই সুক্ষ্ম বদলও দেখা যাবে।

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Reducing US trade GAP: Dhaka turns to Boeing, wheat imports

Bangladeshi officials are preparing for a third round of talks in Washington next week

8h ago