ড্রেসিংরুমে কফি নিয়ে বসেছিলাম, হঠাৎ দেখি পাঁচ উইকেট নাই: তাসকিন

Taskin Ahmed

চোট কাটিয়ে লম্বা সময় পর ফিরে বল হাতে তার কাজটা করে দিয়েছিলেন তাসকিন আহমেদ, নিয়েছিলেন চার উইকেট। নাগালে থাকা রান তাড়ায় বাংলাদেশ যখন ১ উইকেটে তিন অঙ্ক স্পর্শ করেছে তখন ড্রেসিংরুম ছিলো নির্ভার, অনায়াসে জয়ের ভাবনাই তখন প্রবল। তাসকিনও আরাম করে কফির মগ হাতে বসেছিলেন, কিন্তু তার কফির মগ খালি হওয়ার আগেই ৫ উইকেট পড়ে যায় বাংলাদেশের। দ্রুত প্যাড পরে নেমে তিনিও আউট হয়ে যান।

কলম্বোতে বুধবার  নাটকীয় ব্যাটিং ধসে ৭৭ রানে প্রথম ওয়ানডে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার করা ২৪৪ রান টপকাতে এক পর্যায়ে ১ উইকেটে ১০০ থেকে  ১০৫ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ।

অবিশ্বাস্য এই ধসের পর ৪৭ রানে ৪ উইকেট নেওয়া তাসকিন আসেন সংবাদ সম্মেলনে। বলেন তখনকার পরিস্থিতি,  'এটা ক্রিকেটের অনিশ্চয়তার কথা মনে করিয়ে দেয়। একদমই প্রত্যাশিত না, ড্রেসিংরুমে কফি নিয়ে বসেছিলাম হঠাৎ দেখি পাঁচ উইকেট নাই। আশা করি সবাই ভুল থেকে শিখবে। এটা ভালো লাগার কথা না কারো।''

'আজকে যেভাবে আমরা শুরু করেছিলাম, তাতে আমি আশা করছিলাম যে আমরা ৫-৭ ওভার হাতে রেখেই জিতে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত, সেই ধসটা বড় ক্ষতি ছিল। এটা কষ্ট দেয় কারণ আমিও একজন খেলোয়াড়। বোলিং এবং ব্যাটিং মিলিয়ে আমরা একটা দল।'

রান তাড়ায় ভালো শুরুর পর নির্ভার হয়ে পড়েছিলো ড্রেসিংরুমে। হঠাৎ উইকেট পড়তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, অপ্রস্তুত হয়ে পড়েন বাকিরা। তাসকিন জানান, 'হ্যাঁ, ঐ দারুণ শুরুর পর, আমরা একটু নির্ভার ছিলাম। সবকিছু আমাদের পক্ষেই যাচ্ছিল, এবং হঠাৎ, সেই রান-আউট এবং আমাদের একজন সেট ব্যাটসম্যান, তামিম, আউট হয়ে গেল। তারপর আমরা একটু ঘাবড়ে যাই। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলিনি, চাপের মুখে আমরা ভেঙে পড়ি।'

Comments

The Daily Star  | English

Election process must stay on track

Leaders of four political parties yesterday pledged to build a society free from corruption, protect the rights and safety of people of all walks of life, and promote good governance and balance of power at the highest levels of the government.

5h ago