আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসে মোস্তাফিজ

ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টির আগামী মৌসুমে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি তারকা পেসারকে দলে টানল বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোস্তাফিজকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাকে ডাকা হয়েছে ইংল্যান্ডের পেসার লুক উডের পরিবর্তে।

২৯ বছর বয়সী মোস্তাফিজ দেশের বাইরে নিয়মিত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতায় খেলে থাকেন। এর আগে ভারতের আইপিএল, শ্রীলঙ্কার এলপিএল, পাকিস্তানের পিএসএল ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে তার। এবার প্রথমবারের মতো তিনি খেলতে যাচ্ছেন আইএল টি-টোয়েন্টিতে।

আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) আয়োজনে আইএল টি-টোয়েন্টির চতুর্থ মৌসুম শুরু হবে আগামী ২ ডিসেম্বর। ছয়টি দল নিয়ে টুর্নামেন্টটি চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা বিপিএলের পরবর্তী মৌসুমও হওয়ার কথা আগামী ডিসেম্বর-জানুয়ারিতে। সেক্ষেত্রে মোস্তাফিজ আইএল টি-টোয়েন্টিতে অংশ নেওয়ার জন্য বিসিবির কাছ থেকে এনওসি পাবেন কিনা তা জানার অপেক্ষা থাকছে।

মোস্তাফিজের পাশাপাশি দুবাই চুক্তিবদ্ধ করেছে আফগান গুলবদিন নাইব, দুই শ্রীলঙ্কান দাসুন শানাকা ও দুশমন্থা চামিরা এবং দুই ক্যারিবিয়ান রভম্যান পাওয়েল ও শাই হোপকে।

এখন পর্যন্ত ২৮৯টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন মোস্তাফিজ। ২১.৪৯ গড় ও ৭.৪৫ ইকোনমিতে তার শিকার ৩৬২ উইকেট। তিনি ছয়বার ৪ উইকেট ও চারবার ৫ উইকেট শিকার করেছেন।

Comments

The Daily Star  | English

Voting in Ducsu elections starts

Students started casting their votes at 8:00am across polling centres set up in residential halls amid tight security. The balloting will continue until 4:00pm.

9m ago