ছেলেদের বিশ্বকাপকেও ছাড়িয়ে গেল মেয়েদের বিশ্বকাপের প্রাইজমানির অঙ্ক

Record prize money revealed

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ শুরু হতে আর মাত্র এক মাসেরও কম বাকি। এ সময়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছে আসন্ন টুর্নামেন্টের জন্য অভাবনীয় পরিমাণ পুরস্কার অর্থ।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া আট দলের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে মোট পুরস্কার অর্থ থাকছে ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশের টাকার অঙ্কে যা ১৬৫ কোটি টাকা)। এই অঙ্ক ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত শেষ আসরে দেওয়া ৩.৫ মিলিয়ন ডলারের তুলনায় ২৯৭ শতাংশ বেশি।

মোট পুরস্কারের অঙ্ক ছাড়িয়ে গেছে দুই বছর আগে ভারতে অনুষ্ঠিত পুরুষদের ক্রিকেট বিশ্বকাপেরও, যেখানে পুরস্কার অর্থ ছিল ১০ মিলিয়ন ডলার।

এ ঘোষণা আইসিসির নারীদের ক্রিকেট বিকাশে জোর দেওয়ার কৌশলের অংশ। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেতন সমতার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।

নারী বিশ্বকাপের ১৩তম আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার—যা ২০২২ সালে অস্ট্রেলিয়ার প্রাপ্ত ১.৩২ মিলিয়ন ডলারের তুলনায় ২৩৯ শতাংশ বেশি।

অন্যদিকে রানার্স-আপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার—যা তিন বছর আগে ইংল্যান্ডের পাওয়া ৬ লাখ ডলারের তুলনায় ২৭৩ শতাংশ বেশি। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল প্রত্যেকে পাবে ১.১২ মিলিয়ন ডলার (২০২২ সালে যা ছিল ৩ লাখ ডলার)।

গ্রুপ পর্বে অংশ নেওয়া প্রতিটি দল নিশ্চিতভাবে পাবে ২ লাখ ৫০ হাজার ডলার এবং প্রতিটি ম্যাচ জয়ের জন্য পাবে ৩৪,৩১৪ ডলার। ফাইনাল টেবিলের দ্বিতীয় ভাগে পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জনকারী দল পাবে ৭ লাখ ডলার করে এবং সপ্তম ও অষ্টম স্থান অর্জনকারী দল পাবে ২ লাখ ৮০ হাজার ডলার করে।

নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর, উদ্বোধনী ম্যাচে গৌহাটিতে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago