১৫০ ছুঁয়ে সাকিবের উইকেটের রেকর্ড এখন মোস্তাফিজের

ছবি: এএফপি

এশিয়া কাপ শুরুর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট— দুটি রেকর্ডের মালিকই ছিলেন সাকিব আল হাসান। কোনোটিই এখন আর তার দখলে নেই। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড হাতছাড়া হয় বাঁহাতি অলরাউন্ডারের। আর ভারতের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ উইকেটের রেকর্ডও হারালেন তিনি।

গতকাল বুধবার দুবাইতে সাকিবকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন মোস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে বাঁহাতি পেসার ৩৩ রান খরচায় নেন ১ উইকেট। এতে ১১৮ ম্যাচের ১১৭ ইনিংসে বল করে তার উইকেটসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০টি। অন্যদিকে, ১২৯ ম্যাচের ১২৬ ইনিংসে হাত ঘোরানো সাকিবের উইকেট ১৪৯টি। এর আগে গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে ৩ উইকেট নিয়ে তার পাশে বসেছিলেন মোস্তাফিজ।

সেদিনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন বর্তমান অধিনায়ক লিটন দাস। ১৬ বলে ২৩ রানের ইনিংস খেলার পথে চূড়ায় পৌঁছে যান ডানহাতি ব্যাটার। ১১৪ ম্যাচের ১১২ ইনিংসে ব্যাট করা লিটনের রান ২৫৫৬। সাকিব ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে ক্রিজে গিয়ে করেছেন ২৫৫১ রান।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের শীর্ষ পাঁচ উইকেটশিকারি
নাম ম্যাচ উইকেট
মোস্তাফিজুর রহমান ১১৮ ১৫০
সাকিব আল হাসান ১২৯ ১৪৯
তাসকিন আহমেদ ৮১ ৯৯
শেখ মেহেদী হাসান ৬৬ ৬১
শরিফুল ইসলাম ৫৪ ৫৮

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে মাত্র চতুর্থ বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন মোস্তাফিজ। তার ঠিক সমানসংখ্যক উইকেট রয়েছে নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধির। তিনি বল করেছেন ১২৬ ম্যাচের ১২১ ইনিংসে। মোস্তাফিজের উপরে আছেন দুজন। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি ১২৬ ম্যাচের ১২৩ ইনিংসে নিয়েছেন ১৬৪টি উইকেট। সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড রশিদ খানের দখলে। আফগানিস্তানের লেগ স্পিনার ১০৩ ম্যাচের ১০৩ ইনিংসে শিকার করেছেন ১৭৩ উইকেট।

সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে ছন্দে থাকা মোস্তাফিজ এখন পর্যন্ত খেলেছেন ৫ ম্যাচ। ১৭.২৫ গড়ে তিনি পেয়েছেন আটটি উইকেট। আজ বৃহস্পতিবার দুবাইতেই সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করায় এই লড়াইটি রূপ নিয়েছে অঘোষিত সেমিফাইনালে। তাই মোস্তাফিজের আবার জ্বলে ওঠার প্রত্যাশা থাকবে ভক্ত-সমর্থকদের।

Comments

The Daily Star  | English

'Some of your men are working in favour of a particular party'

Jamaat tells chief adviser; presses for constitutional recognition of July Charter

58m ago