রোহিত যুগের অবসান, ভারতের ওয়ানডে অধিনায়কও গিল

shubman gill

টেস্টের পর ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবেও দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গিলকে দায়িত্ব দিলেও ওয়ানডে স্কোয়াডে টিকে গেছেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে এটা হবে গিলের প্রথম ওয়ানডে সিরিজ। এর আগে তিনি টেস্টের স্থায়ী অধিনায়ক করা হয় তাকে। টি-টোয়েন্টিতেও ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে গিলের।

মূলত ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই গিলকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও তিনি দলে জায়গা পেয়েছেন। তার সঙ্গে ভারতীয় দলে ফিরেছেন আরেক অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। এই তারকা জুটি চলতি বছরের মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর আর ভারতের হয়ে খেলেননি। শ্রেয়াস আইয়ারকে ওয়ানডে সিরিজের সহ-অধিনায়ক করা হয়েছে।

এদিকে, ২৬ বছর বয়সী গিলের ৫০-ওভারের ফরম্যাটে অধিনায়কত্বের অভিজ্ঞতা তুলনামূলক কম। তিনি এখন পর্যন্ত লিস্ট-এ ক্রিকেটে মাত্র ছয়বার অধিনায়কত্ব করেছেন, যেখানে তার জয়-পরাজয়ের অনুপাত ৫:১। চলতি বছরের শুরুতে তাকে টেস্ট অধিনায়ক করা হয়েছিল। তার নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ২-২ ড্র হয়,। ষষ্ঠ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারিয়ে বিশাল জয় পান।

এখন পর্যন্ত গিল ৫৫টি ওয়ানডে খেলেছেন, যেখানে তার সংগ্রহ ২৭৭৫ রান। এই সংস্করণে তিনি করেছেন আটটি সেঞ্চুরি।

বিসিসিআই পাঁচ ম্যাচের টি২০আই সিরিজের জন্যও দল ঘোষণা করেছে, যা ওয়ানডের পর অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে সিরিজের জন্য ভারতের ওয়ানডে দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, যশভি জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল, ধ্রুব জুরেল, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিদ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ এবং হর্ষিত রানা।

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

5h ago