দারুণ ছন্দে থাকা প্রোটিয়াদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

পাকিস্তানকে হারিয়ে আসর শুরুর পর শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই জমাতে পেরেছিলো বাংলাদেশ দল। তবে নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতিরা স্রেফ বিধ্বস্ত হয়ে যান। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশ নারী দলের আত্মবিশ্বাসে আঘাত হেনেছে। আজ বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন পরীক্ষায় নামছে টাইগ্রেসরা, ম্যাচটি হতে পারে আরও চ্যালেঞ্জের কারণ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ও ভারত—দুই দলকেই হারিয়ে উড়ছে।
তবে এমন অবস্থাতেও আশা ছাড়ছেন না বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, 'কোনো দলই এখানে হারের জন্য আসে না, পরের ম্যাচে আমাদের আরও ভালো করতে হবে।'
টিম ম্যানেজমেন্ট জানে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ ছিল মানসম্মত, তবে তারা আত্মবিশ্বাস খুঁজছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচে এবং পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাটিং পারফরম্যান্স থেকে। তাদের কৌশল হবে হাতে উইকেট রেখে ইনিংসের শেষ দিকে আক্রমণে যাওয়া।
ব্যাটিং সংকট মোকাবেলায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে—এমন প্রশ্নে নাহিদা বলেন, 'হ্যাঁ, আমরা ব্যাটিংয়ে ভেঙে পড়েছিলাম। ব্যাটিং কোচ ও খেলোয়াড়রা এ নিয়ে কথা বলেছেন। আমরা দুর্বল দিকগুলোতে কাজ করেছি।'
'আমরা আগের মতোই পরিকল্পনা নিয়েছি। যদি আমরা দীর্ঘ সময় ব্যাট করতে পারি, তাহলে ম্যাচটা ভালো হবে বলে আমি বিশ্বাস করি।'
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ আশা করবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি যেন রানে ফেরেন। তিন ম্যাচে একটি জয়ে ষষ্ঠ স্থানে থাকা টাইগ্রেসদের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় মানে টুর্নামেন্টের আট দলের পরের পর্বে টিকে থাকার আশা জিইয়ে রাখা। এরপর তাদের মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গে।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার মিডিয়াম পেসার তুমী সেখুখুনে জানিয়েছেন, তারা সতর্ক বাংলাদেশের স্পিননির্ভর আক্রমণ নিয়ে, 'আমরা খুবই রোমাঞ্চিত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে। আমরা জানি, তারা অনেক বেশি ধীর গতির বোলার—বিশেষ করে স্পিনারদের—নিয়ে নামবে।'
Comments