শেষটা রাঙাতে প্রস্তুত টাইগ্রেসরা

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। নাভি মুম্বাইয়ে আয়োজিত আইসিসি নারী বিশ্বকাপের লিগপর্বের শেষ দিকের এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগ্রেসদের সামনে।
টুর্নামেন্টের শুরুটা ভালোই হয়েছিল নিগার সুলতানাদের। পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে শুভসূচনা করলেও এরপর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল্পের জন্য হেরে যায় বাংলাদেশ। টেবিলে এখন ষষ্ঠ স্থানে অবস্থান তাদের।
এই ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে এখনও জয় পায়নি বাংলাদেশ, তবে আত্মবিশ্বাসের জায়গা আছে সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে। গত মাসে কলম্বোয় শ্রীলঙ্কাকে এক উইকেটে হারিয়েছিল টাইগ্রেসরা। সে ম্যাচে লেগ-স্পিনার ফাহিমা খাতুন দুই উইকেট নিয়ে ব্যাট হাতে করেছিলেন অপরাজিত ২৬ রান।
ফাহিমা বলেন, 'আমরা আত্মবিশ্বাসী। ব্যাটাররা যদি আগের মতো খেলতে পারে, তাহলে আমরা ভালো ফল পাবো।' পুরো টুর্নামেন্ট নিয়ে তার মূল্যায়ন, 'প্রতিটি দলের বিপক্ষেই আমরা লড়াকু ক্রিকেট খেলেছি। সেই ধারাটা ধরে রেখে ভালোভাবে শেষ করতে চাই।'
আজকের ম্যাচে দলে ফিরতে পারেন গত ম্যাচে বিশ্রামে থাকা পেসার মারুফা আক্তার। তবে গোড়ালির চোটে থাকা বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের খেলা এখনও অনিশ্চিত।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ একটি স্থান এখনো খালি। দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশকে এখন জিততেই হবে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে। সেই সঙ্গে ইংল্যান্ডকে হারাতে হবে নিউজিল্যান্ডকে, এমনটাই চাইবে টাইগ্রেসরা।
তবেই সমীকরণে আসবে নেট রান রেট, যেখানে বাংলাদেশ সমান পয়েন্টে ভারত বা নিউজিল্যান্ডের সঙ্গে লড়বে শেষ টিকিটের জন্য।
Comments