বিপিএলের সময় বিগ ব্যাশে খেলার অনাপত্তিপত্র পেলেন রিশাদ
২০১৫ সালের ১৯ জানুয়ারি শেষবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অংশ নিয়েছিলেন। সেই আসরে খেলেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর গত বছর রিশাদ হোসেন এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় হোবার্ট হারিকেন্সের হয়ে তার খেলা সম্ভব হয়নি। কারণ, তখন চলছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা।
বিগ ব্যাশের আসন্ন মৌসুমের জন্য হোবার্ট আবারও লেগ স্পিনার রিশাদকে দলে নিয়েছে এবং বিসিবি এবার তাকে পুরো টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য অনাপত্তিপত্র দিয়েছে। বিগ ব্যাশ আগামী ১৪ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। যেহেতু বিপিএলের আসন্ন আসর শুরুর সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর, তাই বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে রিশাদের খেলার সম্ভাবনা একরকম নেই বললেই চলে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন যে, রিশাদকে বিগ ব্যাশে অংশগ্রহণের জন্য পূর্ণ এনওসি দেওয়া হয়েছে।
রিশাদকে বিগ ব্যাশের ড্রাফট থেকে দলে নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও হোবার্টের স্ট্র্যাটেজি বিভাগের প্রধান রিকি পন্টিং। গত বছর তিনি ব্যাখ্যা করেছিলেন, কেন এই তরুণ লেগ স্পিনারকে নিতে আগ্রহী, 'রিশাদ এমন একজন বোলার, যার মূল কাজই হলো উইকেট নেওয়া।'
'গত বছর রিশাদকে নিয়ে পুরো মৌসুমের জন্য হোবার্টের অধিনায়ক ন্যাথান এলিসের সঙ্গে কথা হয়েছিল। সে মরিয়া ছিল এমন একজন স্পিনার পাওয়ার জন্য, যে ইনিংসের মাঝামাঝি সময়ে আমাদেরকে উইকেট এনে দিতে পারে। এই কাজটাই লেগ স্পিনাররা করে। রিশাদের রেকর্ড দেখলে বোঝা যায়, সে কতটা অসাধারণ,' যোগ করেছিলেন পন্টিং।


Comments