নিলামে দল পেলেও এসএ টোয়েন্টিতে খেলা হচ্ছে না তাইজুলের
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এসএ টোয়েন্টিতে দল পেলেও দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগের আসন্ন আসরে খেলা হচ্ছে না তাইজুল ইসলামের। এই বাঁহাতি স্পিনারের বদলে নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসনকে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস।
শুক্রবার ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে এই খবর। তবে তাদের প্রতিবেদনে তাইজুলের এসএ টোয়েন্টিতে খেলতে না পারার কোনো কারণ জানানো হয়নি।
গত সেপ্টেম্বরে জোহানেসবার্গে অনুষ্ঠিত নিলামে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) খরচ করে ৩৩ বছর বয়সী এই বোলারকে নিয়েছিল ডারবানস। নিলামে বাংলাদেশের ১৪ ক্রিকেটার নাম লেখালেও দল পেয়েছিলেন কেবল তাইজুলই।
আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া এসএ টোয়েন্টির চতুর্থ আসরে তাইজুলের খেলা নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল। কারণ, একই সময়ে চলার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টটি।
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এসএ টোয়েন্টির সবশেষ আসরের প্রথম পর্ব থেকে ছিটকে গিয়েছিল ডারবানস। হতাশাজনক পারফরম্যান্সে ১০ ম্যাচের মাত্র দুটিতে জিতেছিল তারা। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ছিল সবার নিচে।
ওই আসরে ডারবানসের হয়েই টুর্নামেন্টটিতে অভিষেক হয়েছিল ৩৫ বছরের উইলিয়ামসনের। তিনি ছিলেন দলটির সর্বোচ্চ রান সংগ্রাহক। তারপরও নিলামের আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ৮ ম্যাচে ৪৬.৬০ গড়ে তিনি করেছিলেন ২৩৩ রান, স্ট্রাইক রেট ছিল ১১৮.৮৭।
গত মাসে একই মালিকানায় থাকা আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে যোগ দেন উইলিয়ামসন। এরপর গত সপ্তাহে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন তিনি, যদিও মাত্র মাস তিনেক পর মাঠে গড়াবে এই সংস্করণের বিশ্বকাপ।
নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকেও সরে দাঁড়িয়েছেন উইলিয়ামসন। কারণ, তার লক্ষ্য হলো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় বেশি বেশি খেলা।
বিপিএলের সবশেষ আসরে তাইজুল খেলেছিলেন চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশালের জার্সিতে। এবার অবশ্য দলটি অংশ নিচ্ছে না। মাত্র পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে হতে যাওয়া টুর্নামেন্টটির দ্বাদশ আসরের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর।


Comments