অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

১৪ ছক্কায় ১৭১ রান, সূর্যবংশীর নতুন রেকর্ড

ছবি: বিসিসিআই

রেকর্ড আর ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী যেন এক সুতোয় গাঁথা! ১৪টি ছক্কা হাঁকিয়ে আরেকটি নতুন কীর্তি গড়লেন তিনি ১৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। যুব ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তার দখলে।

শুক্রবার দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে রীতিমতো তাণ্ডব চালান সূর্যবংশী। ওপেনিংয়ে নেমে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ৫৬ বলে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। সেখানেই থেমে থাকেননি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৪টি ছক্কা ও নয়টি চারে ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস।

যুব ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার মাইকেল হিলের। তিনি ২০০৮ সালে নামিবিয়ার বিপক্ষে পেনাংয়ে ৭১ বলে ১২৪ রান করার পথে মেরেছিলেন ১২টি ছক্কা। ১৭ বছর পর সেই কীর্তি ভেঙে নিজের করে নিলেন সূর্যবংশী।

অল্পের জন্য আরও দুটি রেকর্ড হয়নি এই অমিত প্রতিভাবান ক্রিকেটারের। একটি অবশ্য তারই দখলে— যুব ওয়ানডের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৩ রান করার পথে শতক ছুঁয়েছিলেন ৫২ বলে। সেদিন ৭৮ বল মোকাবিলায় তিনি মেরেছিলেন ১৩টি চার ও ১০টি ছক্কা।

ভারতের হয়ে যুব ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড আম্বাতি রায়ডুর দখলে, যা টিকে আছে ২০০২ সাল থেকে। তিনি ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১১৪ বলে ১৭৭ রানের ইনিংস। তাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা জাগালেও খুব কাছে গিয়ে পারেননি সূর্যবংশী। বোল্ড হয়ে তিনি যখন মাঠ ছাড়েন, তখনও বাকি ছিল ইনিংসের ১৭ ওভারের বেশি।

ম্যাচসেরা হওয়া সূর্যবংশীর কল্যাণে ৫০ ওভারে ৬ উইকেটে ৪৩৩ রান তোলে ভারত, যা যুব ওয়ানডেতে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে পুরো ওভার খেলে ৭ উইকেটে ১৯৯ রানের বেশি করতে পারেনি আরব আমিরাত। ফলে ২৩৪ রানের বিশাল জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভ সূচনা করেছে 'এ' গ্রুপে থাকা ভারত।

এমন একপেশে লড়াইয়ের ম্যাচে ভাঙা পড়ল বাংলাদেশের একটি রেকর্ডও। এতদিন যুব এশিয়া কাপে সর্বোচ্চ দলীয় পুঁজির কীর্তি ছিল তাদের মালিকানায়। ২০১২ সালে কুয়ালালামপুরে কাতারের বিপক্ষে ৭ উইকেটে ৩৬৩ রান করেছিল তারা। সৌম্য সরকার সেদিন খেলেছিলেন ১৩৫ বলে ২০৯ রানের ইনিংস।

Comments

The Daily Star  | English
inside story of the attack on Daily Star office

Inside a coordinated assault on The Daily Star

Reporter recounts how vandalism, smoke, and security threats shut down the newsroom

7h ago