বেলজিয়ান কোচের মন্তব্যের পাল্টা জবাব দিলেন কোর্তোয়া

ছবি: এএফপি

অস্ট্রিয়ার বিপক্ষে নেতৃত্ব না পাওয়ায় থিবো কোর্তোয়ার স্কোয়াড ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন বেলজিয়াম কোচ। তবে দমেনিকো তেদেস্কোর এমন দাবিকে পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। বিষয়টি নিয়ে তীব্র হতাশাও প্রকাশ করেছেন সময়ের অন্যতম সেরা এই গোলরক্ষক।

গত শনিবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের নিজেদের মাঠে প্রতিপক্ষের সঙ্গে ১-১ গোলে ড্র করে বেলজিয়ানরা। ওই ম্যাচে রেড ডেভিলদের দলনেতার ভূমিকায় ছিলেন রোমেলু লুকাকু। এরপর দলটির স্কোয়াড ছেড়ে যান রিয়াল মাদ্রিদ তারকা কোর্তোয়া। অথচ মঙ্গলবার রাতে এস্তোনিয়ার মাঠে বাছাইয়ের আরেকটি ম্যাচ রয়েছে বেলজিয়ামের। তার আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে তেদেস্কো জানান, নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের কারণে তৈরি হয়েছে এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন কোর্তোয়া। ড্রেসিং রুমের ভেতরের আলাপ কোচের মাধ্যমে গণমাধ্যমে চলে আসায় রীতিমতো বিস্ময় জানিয়েছেন। আর দল ছাড়ার সিদ্ধান্তের পেছনে চোটে ভোগার কথা উল্লেখ করেছেন তিনি।

'আমি এটা পরিষ্কার করে বলতে চাই যে লকার রুম সংশ্লিষ্ট সমস্যা নিয়ে আমি একজন কোচের সঙ্গে এই প্রথম বা শেষবার কথা বলেছি তা না। তবে প্রথমবারের মতো কেউ সেসব প্রকাশ্যে বলার সিদ্ধান্ত নিল। এতে আমি গভীরভাবে হতাশ। কিন্তু আমি এটা পরিষ্কার করতে চাই যে কোচের মূল্যায়ন বাস্তবতার সাথে খাপ খায় না।'

'গতকাল বিকালে আমি আমার ডান হাঁটুতে সমস্যার কারণে মেডিকেল পরীক্ষা করিয়েছি। আমার ক্লাব ও জাতীয় দলের মেডিকেল টিমের মধ্যে যোগাযোগ হয়েছিল এবং অনুশীলন ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয় পর্যালোচনা করেছে।'

এর আগে বেলজিয়ামের ইতালিয়ান কোচ তেদেস্কো বলেছিলেন, 'আমরা আগেই ঠিক করেছিলাম যে অস্ট্রিয়ার বিপক্ষে লুকাকু অধিনায়কত্ব করবে এবং এস্তোনিয়ার বিপক্ষে নেতৃত্ব দেবে কোর্তোয়া। সবাই এই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর কোর্তোয়া আমার কাছে এসে বলে যে সে বাড়ি ফিরে যাবে। কারণ সে হতাশ এবং সে মনে করে যে তাকে অপমান করা হয়েছে।'

গত বছর হওয়া কাতার বিশ্বকাপে বেলজিয়ামের গ্রুপপর্ব থেকে বাদ পড়ার পেছনে ফুটবলারদের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করা হয়। ওই আসরের পর এডেন হ্যাজার্ড অবসর নিলে দলটির নতুন অধিনায়ক করা হয় কেভিন ডি ব্রুইনাকে। কিন্তু চোটের কারণে দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Secretariat staff observe one-hour work abstention

The protest, held from 10am to 11am, was organised by the Bangladesh Secretariat Officers and Employees Unity Forum

27m ago