অস্ট্রেলিয়ার দুই শহরে বাংলাদেশের তিন ম্যাচ

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ার তিন শহর—সিডনি, পার্থ ও গোল্ডকোস্ট—জুড়ে বসছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। ১ থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে এই মহাযজ্ঞ। আজ অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ড্র, যেখানে বাংলাদেশের জন্য এসে পড়েছে কঠিন গ্রুপ 'বি'। আর বাংলাদেশকে খেলতে হবে দুটি শহরে—সিডনি ও পার্থে।

গ্রুপপর্বে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ, যার মধ্যে প্রথম দুটি হবে সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে এবং শেষ ম্যাচ পার্থের র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামে। চীন ও উত্তর কোরিয়া লাল-সবুজ প্রতিনিধিদের জন্য কঠিন প্রতিপক্ষ। তাই গ্রুপের তৃতীয় প্রতিদ্বন্দ্বী উজবেকিস্তানের বিপক্ষের ম্যাচ হয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে ওঠার বাস্তব সম্ভাবনা।

টুর্নামেন্টে স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের তিনটি ম্যাচ খেলবে তিনটি ভিন্ন ভেন্যুতে। তাদের গ্রুপের অন্য দলগুলোও গোল্ডকোস্ট ছাড়া সিডনি ও পার্থে ভ্রমণ করবে। ব্যতিক্রম শুধু ইরান, গ্রুপ 'এ'-এর তৃতীয় দল হিসেবে তারা গোল্ডকোস্টেই খেলবে তাদের তিনটি ম্যাচ।

'বি' গ্রুপের ছয় ম্যাচের মধ্যে পাঁচটি হবে সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। কেবল বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার ম্যাচটি স্থান পেয়েছে পার্থে। অর্থাৎ, এই দুই দলকে প্রথম দুই ম্যাচ খেলে তৃতীয় ম্যাচের জন্য ভ্রমণ করতে হবে এক শহর থেকে আরেক শহরে। তবে এখন পর্যন্ত ম্যাচগুলোর সময় নির্ধারিত হয়নি।

'সি' গ্রুপের ছয় ম্যাচের মধ্যে পাঁচটি অনুষ্ঠিত হবে পার্থে, এবং একটিমাত্র ম্যাচ হবে সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে। ফলে ভারত ও চাইনিজ তাইপেকে শেষ ম্যাচের জন্য পার্থ থেকে সিডনি যেতে হবে।

এই আসরে মোট ১২টি দল খেলছে, তিনটি গ্রুপে ভাগ হয়ে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। প্রতিটি দল একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপপর্ব শেষে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ছাড়াও তিন গ্রুপের মধ্যে পয়েন্ট বা গোল ব্যবধানে এগিয়ে থাকা দুইটি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে উঠবে।

Comments

The Daily Star  | English

House rent allowance for MPO teachers raised to 15%, effective in two phases

7.5% house rent allowance from Nov 1, rising to 15% from July 1 next year

46m ago