বেলিংহ্যামকে আগেভাগে পেতে আশাবাদী রিয়াল কোচ

সতর্ক থাকলেও জাবি আলোনসো আশাবাদী হয়ে উঠেছেন জুড বেলিংহ্যামকে নিয়ে। রিয়াল মাদ্রিদ কোচের বিশ্বাস, অক্টোবরের আগেই মাঠে ফিরতে পারবেন এই ইংলিশ মিডফিল্ডার। কাঁধে অস্ত্রোপচারের পর প্রত্যাশিত সময়ের চেয়ে আগে অনুশীলনে ফিরেছেন বেলিংহ্যাম।

গত জুলাইয়ে অস্ত্রোপচার করানোর পর থেকে মাঠের বাইরে আছেন ২২ বছর বয়সী তারকা। দীর্ঘদিন ধরে বাম কাঁধের সমস্যায় ভুগছিলেন তিনি। সেকারণে তাকে ২০২৩ সাল থেকে ক্লাব ও জাতীয় দলের হয়ে অস্বস্তি নিয়ে খেলতে হচ্ছিল।

ধারণা করা হচ্ছিল, অস্ত্রোপচারের ফলে লম্বা সময়ের জন্য ছিটকে যাবেন বেলিংহ্যাম। কিন্তু সেসব গুঞ্জনকে ভুল প্রমাণ করেছেন তিনি। চলতি সপ্তাহে তাকে অনুশীলনে ফিরতে দেখা গেছে।

ছবি: রিয়াল মাদ্রিদ

শনিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, 'আমি কিছুটা আশাবাদী থাকতে চাই এবং আশা করি, বেলিংহ্যাম অক্টোবরের আগেই মাঠে ফিরতে পারবে। সে দলের সঙ্গে কিছু কাজ শুরু করেছে। সে সেরে ওঠার জন্য খুব চেষ্টা করে যাচ্ছে। সে এখন ভীষণ ভালো বোধ করছে।'

দুই বছর আগে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে সফলতম স্প্যানিশ ক্লাব রিয়ালে যোগ দেন বেলিংহ্যাম। গত জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের পর তিনি অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন। দীর্ঘদিন চোটে ভুগে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। নিয়মিত কাঁধে টেপ পেঁচিয়ে খেলতে দেখা যেত তাকে।

বেলিংহ্যামের সম্ভাব্য দ্রুত প্রত্যাবর্তন লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়ালের জন্য দারুণ সুখবর। মৌসুমের প্রথম তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট পেয়েছে আলোনসোর শিষ্যরা। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে পিছিয়ে দুইয়ে আছে অ্যাথলেটিক বিলবাও।

দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতি শেষে পূর্ণ শক্তির স্কোয়াড ফিরে পেয়ে সন্তুষ্ট রিয়াল কোচ। তিনি বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সবাই সুস্থ অবস্থায় ফিরেছে। কোনো চোটজাতীয় সমস্যা হয়নি।'

আগামী মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইয়ের মুখোমুখি হবে রিয়াল। নিখুঁত শুরুর ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়ে আলোনসো বলেন 'এটা কঠিন হবে, প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ— লা লিগা হোক বা চ্যাম্পিয়ন্স লিগ। দীর্ঘ মেয়াদে এই পয়েন্টগুলো নির্ণায়ক হয়ে উঠতে পারে।'

Comments

The Daily Star  | English

EU’s GSP+: The lifeline Bangladesh must win before 2029

In four years, that duty-free facility will cease to exist

14h ago