৪ পয়েন্ট এগিয়ে গিয়ে ফ্লিক বললেন, বার্সেলোনা হাল ছাড়েনি

ছবি: এএফপি

ধারার বিপরীতে গোল হজমের ধাক্কা সামলে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল বার্সেলোনা। ঘুরে দাঁড়িয়ে আক্রমণের ঝড় তুলে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারাল তারা। একইসঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান নিল বাড়িয়ে। সব মিলিয়ে তৃপ্তি ঝরল কাতালানদের জার্মান কোচ হান্সি ফ্লিকের কণ্ঠে।

মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ৩-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে আলেক্স বায়েনার লক্ষ্যভেদে পিছিয়ে পড়া স্বাগতিকদের হয়ে সমতা টানেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে দানি ওলমো ও বদলি নামা ফেরান তরেস জাল খুঁজে নিলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা। তাদের জয়ের ব্যবধান আরও বাড়তে পারত যদি বিরতির আগে রবার্ত লেভানদোভস্কি পেনাল্টিতে ব্যর্থ না হতেন।

১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে শিরোপা ধরে রাখার অভিযানে থাকা বার্সেলোনা। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল। তবে কোচ জাবি আলোন্সোর দলের হাতে একটি ম্যাচ রয়েছে। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট পাওয়া অ্যাতলেতিকো আছে চার নম্বরে।

ছবি: এএফপি

জয়ের পর সংবাদ সম্মেলনে শিষ্যদের হার না মানা মানসিকতায় পঞ্চমুখ ফ্লিক বলেন, 'এই পারফরম্যান্স ছিল চলতি মৌসুমে আমাদের সেরা পারফরম্যান্সগুলোর মধ্যে একটি। আমরা ফিরে এসেছি। আজ আমরা অনেক উন্নতি করেছি। অ্যাতলেতিকো ভালো শুরু পেয়েছিল, কিন্তু আমরা পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছি। আমরা হাল ছাড়িনি এবং এটাই আমরা চাই।'

গত অক্টোবরে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে হারের পর লা লিগায় এটি বার্সার টানা পঞ্চম জয়। আগামী শনিবার রাতে তারা আতিথ্য নেবে রিয়াল বেতিসের— যারা রয়েছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। উন্নতির ধারা বজায়ের আশা রেখে বার্সেলোনার কোচ বলেন, 'পরবর্তী পদক্ষেপ... শনিবার আমাদের আরেকটি খেলা আছে এবং সেখানে আমাদের আবার এটি (এই পারফরম্যান্স) দেখাতে হবে। আমরা সব ম্যাচ জিততে চাই। আমি জানি এটা সহজ নয়, তবে আমরা চেষ্টা করব।'

অ্যাতলেতিকোর মতো বড় প্রতিপক্ষকে হারানোর তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, 'আমরা প্রতিটা ম্যাচ ধরে ধরে আত্মবিশ্বাস তৈরি করছি এবং এই তিন পয়েন্ট মৌসুমের শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, এগুলো শিরোপার লড়াই নির্ধারণ করে দিতে পারে।'

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টায় রিয়াল খেলতে নামবে অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠে। এই ম্যাচ জিতে বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ রয়েছে তাদের সামনে। তবে লিগে তারা ঠিক ছন্দে নেই। সবশেষ তিনটি ম্যাচেই ড্র করে পয়েন্ট খুইয়েছে লস ব্লাঙ্কোরা।
 

Comments

The Daily Star  | English

Nation mourns death of Hadi

National flag lowered nationwide; Janaza today at Jatiya Sangsad Bhaban

1h ago