একতরফা লড়াইয়ে ইতিহাস গড়ে উইম্বলডন চ্যাম্পিয়ন শিভন্তেক

ছবি: এএফপি

দুজনেরই সামনে ছিল প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা উঁচিয়ে ধরার হাতছানি। তবে চমক দেখিয়ে ফাইনালে ওঠা ত্রয়োদশ বাছাই অ্যামান্ডা অ্যানিসিমোভা স্রেফ বিধ্বস্ত হলেন। মাত্র ৫৭ মিনিটের একতরফা লড়াইয়ে জিতে নারী এককে চ্যাম্পিয়ন হলেন ইগা শিভন্তেক।

শনিবার অল ইংল্যান্ড ক্লাবে অনুষ্ঠিত ফাইনালে আমেরিকান প্রতিপক্ষকে বিন্দুমাত্র সুযোগ দেননি অষ্টম বাছাই পোলিশ তারকা। দুর্দান্ত ও আগ্রাসী পারফরম্যান্সে ৬-০, ৬-০ গেমে জিতে 'ভেনাস রোজওয়াটার ডিশ' নামক ট্রফির স্বাদ পান তিনি।

উইম্বলডনে ২৪ বছর বয়সী শিভন্তেকের এটি প্রথম শিরোপা। সব মিলিয়ে তার গ্র্যান্ডস্ল্যামের সংখ্যা হলো ছয়টি। চারবার ফ্রেঞ্চ ওপেনে (২০২০, ২০২২, ২০২৩ ও ২০২৪) চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। একবার জিতেছেন ইউএস ওপেন (২০২২)। তবে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা এখনও অধরা রয়ে গেছে তার। দুবার পৌঁছেছিলেন সেমিফাইনাল (২০২২ ও ২০২৫) পর্যন্ত।

টেনিসের পরিভাষায়, প্রতিপক্ষকে পয়েন্টের খাতা খুলতে না দিয়েই জিতে গেলে সেটাকে বলা হয় 'ডাবল ব্যাগেল'। এই বিবেচনায় ইতিহাস গড়েছেন শিভন্তেক। 'ডাবল ব্যাগেল'সহ কোনো গ্র্যান্ডস্ল্যামের নারী এককের ফাইনালজয়ী মাত্র তৃতীয় খেলোয়াড় তিনি।

১৯১১ সালে উইম্বলডনের ফাইনালে ডোরা বুথবিকে ৬-০, ৬-০ গেমে হারিয়েছিলেন ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্স। এরপর ১৯৮৮ সালে ফ্রেন্স ওপেনের ফাইনালে নাতাশা জভেরেভার বিপক্ষে ৬-০, ৬-০ গেমে জিতেছিলেন স্টেফি গ্রাফ।

৩৭ বছর পর একই ব্যবধানে জিতে এই বিরল কীর্তিতে নাম লেখালেন শিভন্তেক। গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে না হারার রেকর্ডও অক্ষুণ্ণ রাখলেন তিনি। ছয়বার শিরোপার মঞ্চে জায়গা করে নিয়ে ট্রফি উঁচিয়ে ধরলেন প্রতিবারই। শুধু তাই নয়। নারী-পুরুষ মিলিয়ে পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ের অনন্য কীর্তিও গড়লেন তিনি।

সব মিলিয়ে এমন দাপুটে জয় অবিশ্বাস্য লাগছে শিভন্তেকের কাছে, 'ভীষণ পরাবাস্তব অনুভূতি হচ্ছে। সত্যি বলতে, আমি কখনও উইম্বলডন জয়ের স্বপ্নও দেখিনি। কারণ এটা আমার কাছে অনেক দূরের ব্যাপার বলেই মনে হতো। যদিও অন্যান্য গ্র্যান্ডস্ল্যাম জেতায় নিজেকে অভিজ্ঞ খেলোয়াড়ই ভাবতাম আমি। তারপরও এমন কিছুর প্রত্যাশা আমি করিনি।'

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবেগ সামলাতে পারেননি অ্যানিসিমোভা। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠলেও বাজেভাবে হারায় চোখের জলে ভেসে দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, 'আজ আপনারদেরকে এর চেয়ে একটি ভালো পারফরম্যান্স উপহার দেওয়ার ইচ্ছা ছিল।'

Comments

The Daily Star  | English
child victims of July uprising Bangladesh

Child victims of July uprising: Of abandoned toys and unlived tomorrows

They were readers of fairy tales, keepers of marbles, chasers of kites across twilight skies. Some still asked to sleep in their mother’s arms. Others, on the cusp of adolescence, had just begun to dream in the language of futures -- of stethoscopes, classrooms, galaxies. They were children, dreamers of careers, cartoons, and cricket.

11h ago