তেলেঙ্গানা গোলকোন্ডা মাস্টার্সে চ্যাম্পিয়ন বাংলাদেশের জামাল

বাংলাদেশের জামাল হোসেন জিতে নিয়েছেন তেলেঙ্গানা গোলকোন্ডা মাস্টার্স ২০২৫ শিরোপা। শুক্রবার হায়দরাবাদ গলফ অ্যাসোসিয়েশন কোর্সে বৃষ্টির কারণে শেষ রাউন্ড বাতিল হওয়ায় তিনি ৫৪ হোলের মোট স্কোরের ভিত্তিতেই চ্যাম্পিয়ন ঘোষণা হন।
৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গলফার ইতিমধ্যেই পাঁচবারের পিজিটিআই (প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া) শিরোপাজয়ী। এবারের টুর্নামেন্টে তিনি শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন। টানা তিন রাউন্ডে যথাক্রমে ৬১, ৬২ ও ৬৪ স্কোর করে ২৩-আন্ডার ১৮৭ পয়েন্টে সমাপ্তি টানেন জামাল।
ভারতের অক্ষয় শর্মা ও খালিন জোশির চেয়ে চার শট এগিয়ে থেকে দাপটের সঙ্গেই নিশ্চিত করেন তার কাঙ্ক্ষিত জয়।
২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হায়দরাবাদে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জয়লাভ করে বাংলাদেশি এই গলফার আবারও প্রমাণ করলেন নিজের আধিপত্য।
Comments