পদকজয়ী বন্যা-হিমু-কুলসুমের জন্য ১০ লাখ করে টাকার পুরস্কার ঘোষণা
ঢাকায় ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে। শক্তিশালী ভারত ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই করে দুটি ইভেন্টে পদক জিতেছেন বাংলাদেশের তিন আর্চার। দেশকে সাফল্য এনে দেওয়ার সুবাদে তারা পেলেন আর্থিক পুরস্কার পাওয়ার সুখবর।
এবারের আসরে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। আর কম্পাউন্ড নারী একক ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি। তাদের প্রত্যেককে ১০ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার বিকালে আর্মি স্টেডিয়ামে পুরস্কার বিতরণী শেষে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে আসিফ বলেন, ভবিষ্যতে বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করতে আর্চারিকে যথাসাধ্য সহায়তা করবেন তারা, 'অলিম্পিকে সোনার পদক পেতে হলে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মত সুযোগ-সুবিধা থাকতে হয়। সেক্ষেত্রে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সক্ষমতা আছে, সেভাবেই আমরা তাদেরকে সহযোগিতা করব।'
কৃতি খেলোয়াড়দের জন্য পুরস্কারের ঘোষণা দিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা যোগ করেন, 'এটা সত্যি যে বিশ্বের জনবহুল দেশগুলোর মধ্যে একটি হলেও অলিম্পিকে কোনো সোনার পদক নেই আমাদের। তবে আমি আশা করি, আর্চারির মাধ্যমে আমরা সোনা পাব। আর এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যে তিনজন পদক পেয়েছেন, তাদের প্রত্যেককে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেব।'
টিম হোটেল থেকে পুরস্কারের সুসংবাদ পেয়ে উচ্ছ্বসিত বন্যা বলেন, 'এর চেয়ে খুশির খবর আর কিছু নেই। এতে আর্চারির প্রতি আমাদের আগ্রহ আরও বাড়বে। আমরা খেলায় আরও বেশি মনোযোগী হতে পারব।'
তিনি মনে করেন, আর্থিকভাবে লাভবান হলে আর্চারদের খেলা ছেড়ে দেওয়ার প্রবণতা কমবে, 'শুধু তাই নয়, অনেকেই আর্চারি ছেড়ে বিদেশে চলে যান। এমন পুরস্কার থাকলে সেই সম্ভাবনাও কমে আসবে। সব মিলিয়ে আমি খুবই খুশি।'
এবারের এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নেন ৩০টি দেশের খেলোয়াড়রা। একক ও দলগত ইভেন্ট মিলিয়ে পদক তালিকায় শীর্ষস্থান দখল করেছে ভারত। তারা ছয়টি সোনাসহ মোট ১০টি পদক জিতেছে। দক্ষিণ কোরিয়া দ্বিতীয় হয়েছে দুটি সোনাসহ মোট ১০টি পদক পেয়ে।


Comments