এশিয়া কাপ ২০২৩

১০ বলে ৫ উইকেট নিলেন সিরাজ, লণ্ডভণ্ড শ্রীলঙ্কা

mohammed siraj

খেলা শুরু হওয়ার ৫ ওভারের মধ্যেই যেন ফাইনালের উত্তেজনা নিভিয়ে দিলেন ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ আর জাসপ্রিট বুমরাহ। বিশেষ করে সিরাজ হয়ে উঠলেন বিধ্বংসী। এক ওভারেই নিলেন ৪ উইকেট। পরের ওভারে নিলেন আরেকটি। মাত্র ১২ রানে ৬ উইকেট হারিয়ে কাঁপছে শ্রীলঙ্কা।

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দিশাহীন স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচের তৃতীয় বলেই তারা হারায় উইকেট। বুমরাহর বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে কিপারের হাতে ক্যাচ দেন কুশল পেরেরা।

দুই ওভার পরই শুরু সিরাজের তোপ। প্রথম বলেই ফেরান পাথুম নিশানকাকে। ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন পাথুম। 

এক বল ডট দেওয়ার পর তৃতীয় ও চতুর্থ বলে সাদেরা সামারাবিক্রমা আর চারিথা আসালাঙ্কাকে হারিয়ে ফেলে লঙ্কানরা। সাদেরা ভেতরে ঢোকা বলে হন এলবিডব্লিউ। আসালাঙ্কা দেন কাভারে ক্যাচ।  সিরাজের হ্যাটট্রিকের সুযোগ থাকলেও পঞ্চম বলে হয়ে যায় বাউন্ডারি। তবে ওভারের শেষ বলে আবার উইকেট। এবার সিরাজের শিকার ধনঞ্জয়া ডি সিলভা। এক ওভারেই ৪ উইকেট নিয়ে উড়তে থাকেন ভারতের ডানহাতি পেসার।

পরের ওভারেই লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড করে সিরাজ পেয়ে যান পঞ্চম উইকেট। ১০ বলের মধ্যে তিনি পেয়ে যান ফাইফারের দেখা! চরম বিপর্যস্ত অবস্থায় লঙ্কানদের ভরসা কেবল কুশল মেন্ডিস।

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

24m ago