চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল

পরিসংখ্যানে ভারত-নিউজিল্যান্ড

ভারত বনাম নিউজিল্যান্ড পরিসংখ্যান

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে ছিলো ভারত-নিউজিল্যান্ড। 'এ' গ্রুপের লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে সেরা হয় ভারত। এরপর সেমি বাধা পেরিয়ে দুই দলই এসেছে ফাইনালে। ফাইনালের মঞ্চে অবশ্য নির্দিষ্ট দিনের পারফরম্যান্সই গড়ে দেবে। আগের পরিসংখ্যান সেখানে কোন কাজে আসবে না। তবু ফাইনাল মঞ্চের আগে জেনে নেওয়া যাক ইতিহাস।

পরিসংখ্যান

ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ভারত। ১১৮ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ৬১টি ম্যাচ, নিউজিল্যান্ডের জয় ৫০টিতে। ফল আসেনি বাকি ৭ ম্যাচের। সাম্প্রতিক সময়ে একচেটিয়া প্রাধান্য ভারতের।

আইসিসি আসরে দুই দলই একে অন্যের বিপক্ষে জিতেছে ৬টি করে ম্যাচ। বিশ্বকাপে জিতেছে ৫টি করে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি করে। কিন্তু সর্বশেষ তিনটা ম্যাচই জিতেছে ভারত।

নিউজিল্যান্ড অবশ্য এগিয়ে আছে একদিক থেকে। যদি হিসাব করা হয় নকআউট তাতে ৩-১ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউটে এর আগে একবারই দেখা হয়েছিলো দুই দলের। ২০০০ সালে সেবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপা জেতে কিউইরা।

ভারতের পক্ষে অন্য এক পরিসংখ্যান কথা বলছে। সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ ম্যাচের পাঁচটা জিতেছে তারা।

উক্তি

'আমার মনে হয় ফাইনাল ম্যাচ ভিন্ন, কিন্তু আমাদের জন্য, এই পর্যন্ত আসতে আমরা যা করেছি, তা ভালো ছিল।' - নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

'এই ছেলেরা যখনই সুযোগ পেয়েছে, তখনই প্রভাব ফেলেছে এবং এটা আমাদের ফাইনালে অনেক আত্মবিশ্বাস দেয়।' - ভারত অধিনায়ক রোহিত শর্মা।

'গত ম্যাচে অসাধারণ একটি আবহ ছিল এবং আমি নিশ্চিত যে, এটি আবারও ভালো একটি ম্যাচ হবে... [এটি] আমাদের জন্য একটি উত্তেজনাপূর্ণ সুযোগ।' - নিউজিল্যান্ড ব্যাটার কেন উইলিয়ামসন।

'আমরা জানি আমরা একটি ওয়ানডে দল... দেশের জন্য বিশেষ কিছু করার ক্ষুধা, প্রতিশ্রুতি এবং আগ্রহ সবসময়ই থাকে।' - ভারত কোচ গৌতম গম্ভীর।

 

Comments

The Daily Star  | English
government

Govt to act with people’s backing if blocked from responsibilities: advisory council

"The Advisory Council believes that a broader unity is essential to maintain national stability"

52m ago