আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

মরগ্যানের মতে, সাকিব ‘অবিশ্বাস্য খেলোয়াড়’

বড় মঞ্চে টানা খেলা ও পারফর্ম করা মিলিয়ে সাকিবকে অনেক উঁচুতে মাপেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী কাপ্তান। ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপে সাকিবকে প্রশংসায় ভাসান তিনি।

ধর্মশালা থেকে

মরগ্যানের মতে, সাকিব ‘অবিশ্বাস্য খেলোয়াড়’

বাংলাদেশ বনাম ইংল্যান্ড
ছবি: একুশ তাপাদার/ স্টার

বয়সভিত্তিক ক্রিকেটে একই ব্যাচের ছিলেন ওয়েন মরগ্যান আর সাকিব আল হাসান। ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ ট্রফি পাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে মরগ্যান এখন অবসরে। আইসিসির হয়ে ভারতে এসেছেন বিশ্বকাপের প্রচারণায়। এদিকে সাকিব খেলছেন নিজের পঞ্চম বিশ্বকাপ। বাংলাদেশ অধিনায়কের টানা পারফর্ম করে খেলে যাওয়া তাই মরগ্যানের চোখে বিশেষ কিছু।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ৪৪.৬১ গড়ে ১ হাজার ৬০ রান আর ৩৭ উইকেট আছে সাকিবের। চলতি বিশ্বকাপ খেলা তারকাদের মধ্যে রানের হিসাবে তিনিই সবার উপরে। ব্যাট-বলের পারফরম্যান্সে প্রায় এক যুগ ধরে ওয়ানডেতে অলরাউন্ড র‍্যাঙ্কিংয়ে শীর্ষ বা এর আশেপাশে আছেন সাকিব।

এবার সবগুলো দল মিলিয়ে বিশ্বকাপে সাকিবের চেয়ে অভিজ্ঞ কেউ নেই। সাকিবের সমান পঞ্চম বিশ্বকাপ খেলছেন শুধু বাংলাদেশেরই মুশফিকুর রহিম।

বড় মঞ্চে টানা খেলা ও পারফর্ম করা মিলিয়ে সাকিবকে অনেক উঁচুতে মাপেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী কাপ্তান। সোমবার ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপে সাকিবকে প্রশংসায় ভাসান তিনি,  'সে অবিশ্বাস্য খেলোয়াড়। পারফরম্যান্স সব সময় তার হয়ে কথা বলছে। নিয়মিত সে পারফর্ম করে গেছে। এটা তার পঞ্চম বিশ্বকাপ। বর্তমান খেলোয়াড়দের মধ্যে খুব বেশি কেউ নেই পাঁচটা বিশ্বকাপ খেলেছেন এমন। দীর্ঘ দিন ধরে করা পারফরম্যান্স তাকে সেরা একজন অলরাউন্ডারে পরিণত করেছে।'

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago