আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

যা যা করতে পারতাম, সবই করেছি: রোহিত

কিন্তু একইসঙ্গে ভারতের অধিনায়ক এটা বলতে দ্বিধা করেননি, ব্যাটিংয়ে তাদের আরও করার বাকি ছিল।

যা যা করতে পারতাম, সবই করেছি: রোহিত

ছবি: রয়টার্স

একের পর এক ম্যাচ দাপটের সঙ্গে খেলে অপরাজিত থেকে জায়গা করে নেয় বিশ্বকাপের ফাইনালে। সেই ভারতই আহমেদাবাদে শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে দেয় ২৪১ রানের সাদামাটা লক্ষ্য। সেটা সাত ওভার বাকি থাকতে অনায়াসেই পেরিয়ে চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। পরাজিত দলের অধিনায়ক রোহিত শর্মার মতে, শিরোপা জিততে না পারলেও তাদের যা যা করার ছিল, সবই করেছেন। কিন্তু একইসঙ্গে এটা বলতে দ্বিধা করেননি, ব্যাটিংয়ে তাদের আরও করার বাকি ছিল।

চ্যাম্পিয়ন হতে না পারলেও বিশ্বকাপজুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য গর্বিত রোহিত। রোববার ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের অধিনায়ক বলেছেন, 'সত্যি বলতে, ফাইনালের ফলাফল আমাদের পক্ষে যায়নি। অবশ্যই আমরা জানি সেটা। আজকে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। কিন্তু আবার দলকে নিয়ে গর্বিত, যেভাবে আমরা প্রথম ম্যাচ থেকে খেলে এসেছি। আজকে শুধু আমাদের দিন ছিল না। আমাদের দিক থেকে যা যা করতে পারতাম, সবই করেছি। কিন্তু দিনটা আমাদের হওয়ার কথা ছিল না।'

তবুও শেষমেশ ২৪০ রানে আটকে যাওয়াটা মানতে পারছেন না রোহিত। অন্তত আরও ২০ থেকে ৩০ রানের আক্ষেপ করছেন ভারতের এই আগ্রাসী ওপেনার। একটা সময় ২৭০-২৮০ রানেই তাদের চোখ ছিল, 'আরও ২০-৩০ রান হলে ভালো হতো। আমরা কথা বলেছি ২৫ থেকে ৩০ ওভারের আশপাশে, যখন (বিরাট) কোহলি ও (লোকেশ) রাহুল ব্যাটিংয়ে ছিল। যখন তারা ব্যাটিং করছিল, তারা ভালো জুটি গড়তে যাচ্ছিল। তখন তাদের জুটিটা যত লম্বা করা যায়, ততটাই প্রয়োজন ছিল। আমরা তখন ২৭০-২৮০ রান করার দিকে চোখ রাখছিলাম। এরপর উইকেট হারাতে থাকি এবং বড় জুটি গড়তে পারিনি। আর সেটাই অস্ট্রেলিয়া করেছে ম্যাচ জেতার জন্য। তারা ৩ উইকেট পড়ার পর বড় জুটি গড়তে সক্ষম হয়েছে।'

বোলিংয়ে অবশ্য অস্ট্রেলিয়ার প্রথম ৩ উইকেট ৪৭ রানের মধ্যেই তুলে নিয়েছিল ভারত। তখন দ্রুত আরেকটি উইকেট নিতে পারলে খেলা ঘুরিয়ে দেয়া যেত, মনে করছেন রোহিত। তবে কৃতিত্বের সবটুকুই তিনি দিচ্ছেন অজিদের, 'যখন ২৪০ রান নিয়ে আপনি নামবেন, আপনাকে যত দ্রুত সম্ভব উইকেট নিতে হবে। আমরা সেটা করেছি। কিন্তু কৃতিত্ব দিতে হয় মারনাস লাবুশেন ও ট্রাভিস হেডকে। তারা জুটি গড়ে আমাদের ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দিয়েছে। আমরা যা করতে পারতাম, সবই চেষ্টা করেছি। কিন্তু আমি মনে করি, কৃত্রিম আলোয় উইকেট কিছুটা ভালো হয়েছে।'

অস্ট্রেলিয়ার ইনিংসে পিচ ব্যাটিংয়ের জন্য আরেকটু ভালো হয়েছে ভারতের ইনিংসের তুলনায়। রোহিতের তা মনে হলেও সেটিকে অজুহাত হিসেবে দেখাতে চাইছেন না তিনি, 'হ্যাঁ, অবশ্যই। আমরা জানতাম, রাতে উইকেট আরেকটু ভালো হবে (ব্যাটিংয়ের জন্য)। কিন্তু সেটাকে অজুহাত হিসেবে দেখাতে চাই না। আসলে ভালো স্কোর গড়ার জন্য আমরা যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারনি।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

3h ago