আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

দ. আফ্রিকার কাছে হারের পর পাকিস্তানের জরিমানা

দুঃসময় কাটছেই না পাকিস্তানের

দ. আফ্রিকার কাছে হারের পর পাকিস্তানের জরিমানা

স্লো ওভার রেটের জন্য পাকিস্তানকে জরিমানা

এমনিতেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। তার উপর আবার জরিমানার কবলে পড়েছে দলটি। প্রোটিয়াদের বিপক্ষে স্লো অর্থাৎ মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে গোটা দলকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত শুক্রবার রোমাঞ্চকর ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও ১ উইকেটে হারে পাকিস্তান। সেই ম্যাচে নিজেদের বোলিং ইনিংসের সময় চার ওভার পিছিয়ে ছিল তারা। যে কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

বিবৃতিতে আইসিসি লিখেছে, 'ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের তরফ থেকে বাবর আজম এবং তাঁর দল পাকিস্তানকে জরিমানা করা হয়েছে। বোলিংয়ের সময়ে তারা নির্ধারিত সময়ের থেকে চার ওভার পিছনে থাকার কারণেই এই জরিমানা করা হয়েছে। সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

আইসিসির নিয়মের কোড অফ কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। নিয়ম অনুযায়ী সময়ের চেয়ে প্রতি এক ওভার কম করলে দলের ক্রিকেটারদের পাঁচ শতাংশ করে ম্যাচ ফি জরিমানা করা হয়। চার ওভার বোলিং কম করার কারণে ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয় তাদের। বিষয়টি বাবর আজমরা মেনে নেওয়ায় আলাদা করে শুনানির প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচের মাঠের দুই আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও পল রাইফেল, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং চতুর্থ আম্পায়ার রিচার্ড কেটেলবরোর তরফ থেকে এই অভিযোগ আনা হয়েছিল। যে কারণে জরিমানার কবলে পড়ে দলটি।

Comments

The Daily Star  | English

One killed in crude bomb blast during clash at Mohammadpur Geneva Camp

Several crude bombs exploded during the clash around 3:30am, police say

41m ago