আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে হালকা বৃষ্টির শঙ্কা

কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় আড়াইটায়) শুরু হবে অজি-প্রোটিয়াদের ফাইনালে উঠার লড়াই। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে খেলা শুরুর সময়টায় বাধা দিতে পারে বৃষ্টি।

কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে হালকা বৃষ্টির শঙ্কা

Eden Gardens | কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে হালকা বৃষ্টির শঙ্কা

অগ্রহায়ণের প্রথম দিনে সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল একটা সময় ধরে। দিনভরই আছে এমন হালকা বৃষ্টির সম্ভাবনা। তাতে কিছুটা বিঘ্নিত হতে পারে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনাল

কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় আড়াইটায়) শুরু হবে অজি-প্রোটিয়াদের ফাইনালে উঠার লড়াই। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে খেলা শুরুর সময়টায় বাধা দিতে পারে বৃষ্টি।

হেমন্তের এই সময়টায় সাধারণত প্রবল বৃষ্টিপাত হয় না। তবে ঝিরিঝিরি হাওয়া আর হালকা বৃষ্টি কন্ডিশনে রাখবে প্রভাব। রাতের বেলা শিশির পড়লে পরে ফিল্ডিং করা দলকে সামলাতে হতে পারে কঠিন পরিস্থিতি।

কোন কারণে বৃষ্টিতে পুরো দিন ভেসে গেলেও চিন্তা নেই। বিশ্বকাপের সেমিফাইনালে আছে রিজার্ভ ডে। রিজার্ভ ডেতেও খেলা আয়োজন সম্ভব ন হলে রানরেটে এগিয়ে থাকায় ফাইনালে চলে যাবে দক্ষিণ আফ্রিকা।

তবে ইডেন গার্ডেন্সের ড্রেনেজ সিষ্টেম বেশ ভালো। ভারি বৃষ্টি হলেও তা থামার পর খেলা শুরু করতে বেশি সময় লাগার কথা না।

এই নিয়ে তৃতীয়বারের মতন বিশ্বকাপের সেমিফাইনাল মঞ্চে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। আগের দুই দেখায় হতাশ হতে হয়েছে প্রোটিয়াদের। ১৯৯৯ সালে টাই করেও আগের রাউন্ডে হারার কারণে ফাইনালে যেতে পারেনি তারা। ২০০৭ সালে গ্লেন ম্যাকগ্রার তোপে হয়েছিল বিধ্বস্ত।

Comments

The Daily Star  | English

Israeli military intercepts Gaza aid flotilla: organisers

Organisers say unidentified vessels approached, military came on board

8h ago