ডেইলি স্টারে হামলার নিন্দা ফরাসি রাষ্ট্রদূত ও জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সের
দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স আঞ্জা কার্স্টেন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবন পরিদর্শনের সময় তারা গণমাধ্যমের স্বাধীনতায় পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। ভাঙচুর ও অগ্নিদগ্ধ ভবনের সামনে দাঁড়িয়ে ফরাসি রাষ্ট্রদূত এবং জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ, যুগ্ম সম্পাদক আশা মেহরীন আমিন ও উপসম্পাদক অরুণ দেবনাথের কাছ থেকে বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে জানেন।
তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সম্পর্কে জানতে চান এবং হামলার পর উদ্ধার হওয়া ২৮ জন সাংবাদিক ও কর্মীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এরপর কূটনীতিকরা ভবনের প্রথম তলায় গিয়ে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। সেসময় তারা কোনো বাধা ছাড়াই স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখা এবং হামলার ঘটনায় জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।
গত ১৮ ডিসেম্বর রাতে একদল উন্মত্ত জনতা ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। তারা নিচতলায় থাকা আসবাব ও সংবাদপত্রের স্তূপে আগুন ধরিয়ে দেয়। সেই আগুন ভবনের তৃতীয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। সেসময় ভবনের ভেতরে আটকা পড়েন অন্তত ২৮ জন সাংবাদিক ও কর্মী। আগুন ছড়িয়ে পড়লে সাংবাদিক ও কর্মীরা ভবনের ছাদে আশ্রয় নেন। প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে ছাদ থেকে উদ্ধার করেন।


Comments