তথ্যে গরমিল, বগুড়ায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

হলফনামার তথ্যে গরমিল থাকায় বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আজ শুক্রবার বিকেলে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ ঘোষণা দেন।

এ আসনের আরেক প্রার্থী জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও বাতিল হয়েছে।

শুক্রবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ করেন।

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, শরিফুল ইসলাম জিন্নাহ হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

অন্যদিকে, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্যে গরমিল থাকায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

যাচাই-বাছাই কালে একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মান্নার মনোনয়নপত্রের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন ঢাকা থেকে আসা আইনজীবী রোকনুজ্জামান।

অভিযোগের মধ্যে ছিল হলফনামায় একটি মামলার তথ্য গোপন করা, নোটারিতে আইনজীবীর সামনে মান্নার সই না করা এবং মান্নার আয়-ব্যয়ের তথ্যে অসঙ্গতি।

এ সময় মাহমুদুর রহমানের আইনজীবীও তার পক্ষে অভিযোগের যুক্তি খণ্ডনের চেষ্টা করেন।

এসব তথ্য যাচাই করে রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় মামলার তথ্য না থাকা, হলফনামায় নোটারি পাবলিকেশনের আইনজীবী, প্রার্থীর সইয়ের তারিখ ভিন্ন থাকা এবং আর্থিক সম্পদের বিবরণীতে অসঙ্গতি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তিনি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

যাচাই-বাছাইয়ে বগুড়া-২ আসনে বিএনপির বিকল্প প্রার্থী মীর শাহে আলমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে এর আগে ঋণখেলাপি হিসেবে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এতে তার নির্বাচনে অংশগ্রহণ বাধার মুখে পড়েছিল।

পরে গত ২৯ ডিসেম্বর এ সিদ্ধান্তের ওপর চেম্বার আদালত স্থগিতাদেশ দিলে তার নির্বাচন করতে আইনি বাধা কেটে যায়।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

4h ago