বগুড়ায় জবাই করে বিড়াল হত্যার ঘটনায় জিডি

স্টার অনলাইন গ্রাফিক্স

বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি বিড়ালকে জবাই করে হত্যার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এমরান হোসেন এই জিডিটি করেছেন।

জিডিতে অভিযোগ করা হয়, গতকাল সোমবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে আদমদীঘি উপজেলার নশরতপুর উনিয়নের দত্তবাড়ীয়া গুচ্ছ গ্রামের বুলবুলি (২৬) নামে এক নারী একটি সাদা-কালো পুরুষ বিড়ালকে বটি দিয়ে হত্যা করে। এরপর বিড়ালের বুক চিরে নাড়ি-ভুঁড়ি বের করে বাড়ির পাশে একটি ধান খেতে ফেলে দেয়। পরে প্রতিবেশী আরেক নারী বিড়ালের মরদেহ এনে বরফ দিয়ে সংরক্ষণ করে রাখে।

বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসিসিয়েশনের আহ্বায়ক ও বন্যপ্রাণী বিষেশজ্ঞ আদনান আজাদ বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানার পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় জিডি করা হয়। যেকোনো বন্যপ্রাণীকে হত্যা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ।

এই ঘটনার পরে অভিযুক্ত বুলবুলির একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, নিয়মিত তরকারি ও মাছ-মাংস চুরি করে খায় বলে তিনি রেগে মাঠ থেকে বিড়ালটিকে ধরে এনে জবাই করেছেন তিনি।

আইনগত পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে ওসি মোস্তাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিড়ালের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

'জিডির বিষয়ে আদালত থেকে তদন্ত করার জন্য অনুমতি চাওয়া হবে। অনুমতি পেলে তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেন', বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

23h ago