হাজতখানার সামনে থেকে পালিয়ে গেল জোড়া খুনের আসামি

বগুড়া চিফ জুডিশিয়াল আদালতের হাজতখানার সামনে থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে জোড়া খুনের এক আসামি।
আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন সাংবাদিকদের জানান, আজ সোমবার বিকেল ৪টার দিকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করার জন্য আসামি রফিকুল ইসলামকে (৪০) কোর্টের হাজতখানায় নেওয়া হয়।
বিকেল ৪টার পর তাকে আদালতে নেওয়ার সময় কৌশলে হাতকড়া খুলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।
পলাতক আসামিরফিকুলের বাড়ি বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলায়। গত ৯ জুলাই দুপচাঁচিয়ার লখিমণ্ডপ গ্রামে গৃহবধূ ও শ্বশুরের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই মামলার আসামি ছিলেন রফিকুল ইসলাম।
জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান ডেইলি স্টারকে বলেন, 'আসামি রফিকুলকে ধরার জন্য পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে।'
এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
Comments