বগুড়ায় ২ সাংবাদিকের ওপর হামলা

স্টার অনলাইন গ্রাফিক্স

বগুড়ায় দুই সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া শহরের জেলখানা মোড় এলাকায় একটি জুসবারের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফ-উদ-দৌলা নিয়ন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি খোরশেদ আলম এবং তাদের সঙ্গে থাকা তৌফিকুল ইসলাম নিরব। তারা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সাংবাদিক খোরশেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা বিকেল ৩টার দিকে ওই জুসবারে যাই। এর আগে, পেশাগত প্রয়োজনে কোর্টে গিয়েছিলাম। জুস পান করে বাইরে আসার সময় হঠাৎ করে ১২-১৪ জনের একদল যুবক নিয়নকে ঘিরে ধরে।'

'আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা আমাকে মারধর শুরু করে। এরপর, তারা চাকু বের করে আমাকে আঘাতের চেষ্টা করলে নিয়ন আমাকে বাঁচানোর চেষ্টা করেন। তখন ৮-৯ জন তাকে রাস্তায় এনে মাটিতে ফেলে মারধর করতে থাকে,' বলেন তিনি।

সাংবাদিক নিয়ন বলেন, 'আমি হামলাকারীদের সবাইকে চিনতে পারিনি। তবে এর মধ্যে একজন আমার এলাকার ছিল।'

তিনি আরও বলেন, 'সম্ভবত তারা আমাদের অনুসরণ করছিল। জুসবার থেকে বের হওয়ার সময় কয়েকজন আমাকে ঘিরে ধরে নাম-ঠিকানা জানতে চায়। আমি পরিচয় দিয়ে বের হওয়ার সময় তারা পেছন থেকে আমাকে আক্রমণ করে,' বলেন তিনি।

তবে কী কারণে এ হামলা হয়েছে, তা এখনো নিশ্চিত নন এই দুই সাংবাদিক। 

এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা সাংবাদিকদের বলেন, 'বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছি। একজন অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একাধিক টিম ওই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।'

'যারাই এই হামলার সঙ্গে জড়িত থাকুক না কেন, শিগগির আমরা তাদের আইনের আওতায় আনব,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says Khandaker Mosharraf after meeting with Yunus; reiterates demand for election by Dec

13m ago